০২:৩৭ অপরাহ্ন, রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজস্থলীতে ৭ দিনেও উদ্ধার হয়নি দুই তরুণী

মো. আজগর আলী খান, নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের মুবাছড়ি গ্রাম থেকে সাধনা তনচংগ্যা (১৬) ও ননাবী তনচংগ্যা নামক দুই তরুণী ৭দিন ধরে নিখোঁজ রয়েছে। বুধবার পর্যন্ত দুই তরুনীর  কোনো সন্ধান  পায়নি পুলিশ।
১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ভূবন মোহন তনচংগ্যা জানান, নিখোঁজ দুই তরুনীর মধ্যে  সাধনা তনচংগ্যা  উপজেলার ঘিলাছড়ি  ইউনিয়নের মুবাছড়ি গ্রামের দরিদ্র রবীন তনচংগ্যার মেয়ে ও ননাবী তনচংগ্যা একই গ্রামের খিরামন তনচংগ্যার মেয়ে। তরুনী দ্বয় নিখোঁজ হওয়ার পর থেকে তাদের  পরিবার উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
ননাবীর মা  জানান, ১৩ ফেব্রুযারী বৃহস্পতিবার সকালে সাধনা তনচংগ্যা ও ননাবী তনচংগ্যা দুই জনেই  কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খুঁজেও তাদের কে  পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার চার দিন পর রাজস্থলী থানায় সাধারণ ডাইরী করা হয়।
রাজস্থলী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার  জানান, নিখোঁজ তরুনীর  পিতা রাজস্থলী  থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশের পক্ষ থেকে ওই দুই তরুনীদের  খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।জায়গাই জায়গাই মোবাইল ঠিম দেওয়া আছে।
বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
১৮০ জন দেখেছেন

রাজস্থলীতে ৭ দিনেও উদ্ধার হয়নি দুই তরুণী

আপডেট : ০৫:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের মুবাছড়ি গ্রাম থেকে সাধনা তনচংগ্যা (১৬) ও ননাবী তনচংগ্যা নামক দুই তরুণী ৭দিন ধরে নিখোঁজ রয়েছে। বুধবার পর্যন্ত দুই তরুনীর  কোনো সন্ধান  পায়নি পুলিশ।
১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ভূবন মোহন তনচংগ্যা জানান, নিখোঁজ দুই তরুনীর মধ্যে  সাধনা তনচংগ্যা  উপজেলার ঘিলাছড়ি  ইউনিয়নের মুবাছড়ি গ্রামের দরিদ্র রবীন তনচংগ্যার মেয়ে ও ননাবী তনচংগ্যা একই গ্রামের খিরামন তনচংগ্যার মেয়ে। তরুনী দ্বয় নিখোঁজ হওয়ার পর থেকে তাদের  পরিবার উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
ননাবীর মা  জানান, ১৩ ফেব্রুযারী বৃহস্পতিবার সকালে সাধনা তনচংগ্যা ও ননাবী তনচংগ্যা দুই জনেই  কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খুঁজেও তাদের কে  পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার চার দিন পর রাজস্থলী থানায় সাধারণ ডাইরী করা হয়।
রাজস্থলী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার  জানান, নিখোঁজ তরুনীর  পিতা রাজস্থলী  থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশের পক্ষ থেকে ওই দুই তরুনীদের  খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।জায়গাই জায়গাই মোবাইল ঠিম দেওয়া আছে।
বাখ//আর