কটিয়াদীতে ৪০ প্রহর ব্যাপী ৫১ তম বার্ষিক অষ্টকালীন লীলা কীৰ্ত্তন উৎসব পালণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশ্ব শান্তির প্রত্যয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় ৪০ প্রহর ব্যাপী ৫১ তম বার্ষিক অষ্টকালীন লীলা কীৰ্ত্তন শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় উৎসব পালণ চলছে । ১৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ রোজ শুক্রবার দিবস হইতে শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীৰ্ত্তন ২২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ রোজ শনিবার পযন্ত।
কীর্তন পরিবেশনায় : শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ সমপ্রদায় পৌরহিত্য করবেন, শ্রী সাধন গোস্বামী, সেবায়েত, শ্রদ্ধেয় পাঠক, ভক্তপ্রবর শ্রী কৃষ্ণ কৃপা দাস (সুনীল), ময়মনসিংহ।
শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ রোজ রবিবার পরিবেশনায়ঃ শ্রী নিউটন দেবনাথ (লিটন), নরসিংদী। ৪০ প্রহর ব্যাপী ভুবন মঙ্গল হরিনাম মহাযজ্ঞ ।১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ রোজ সোমবার দিবস অরুনোদয় হইতে ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ রোজ শুক্রবার অহোরাত্রি পর্যন্ত । ২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ রোজ শুক্রবার দিবস মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ ।
অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিবেশনায়, শ্রীমতি কুমারী বন্দনা মহন্ত পত্নিতলা, নওগাঁ। শ্রীমতি অনামিকা বর্মন জয়পুরহাট। শ্রীমতি সুবর্ণা সরকার নাটোর , অমৃত ধামের যাত্রী, সুধী ভক্ত সুজনেষু, কলির জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীৰ্ত্তন ।
উৎসব অনুষ্ঠান মালা অনুযায়ী এই সনাতনী মহাযজ্ঞের প্রতিটি পর্বে সবান্ধব উপস্থিতি, সক্রিয় সহযোগিতা ও আন্তরিক সহানুভূতির স্পর্শে স্বার্থক কামনা করেছেন -শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউর সভাপতি -শ্রী দিলীপ কুমার ঘোষ, বি.এসসি ও ভারপ্রাপ্ত সম্পাদক -শ্রী জীবন কুমার সাহা ।
বাখ//আর