কসবায় মাদক বিরোধী অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার – ৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৩ জন আটক করেছে কসবা থানা পুলিশ। কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে এস আই মোহাম্মদ ইউসুফ মিয়া সঙ্গীয় ফোর্স সহ গতকাল রবিবার কসবা থানাধীন সিমরাইল সাতপাড়া সাকিনস্থ সেন্টু মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১২ কেজি গাঁজা উদ্ধার।
আটককৃত আসামী মোঃ রমজান আলী পিতা মৃত আব্দুর রহিম সাং হায়দারাবাদ ভাঙ্গুড়া জেলা কুমিল্লা মোঃ খাইরুল পিতা ধন মিয়া সাং বাহাদুর পুর থানা বাঞ্ছারামপুর জেলা ব্রাহ্মণবাড়িয়া মোঃ জনি মিয়া পিতা জহিরুল ইসলাম সাং শিংগাইল থানা মুরাদনগর জেলা কুমিল্লা।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের বলেন তিনজন আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাখ//এস