০৭:৫৮ অপরাহ্ন, রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের বিয়ের দিনে মায়ের মৃত্যু বিষাদের যন্ত্রনা

এম বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার রাতে একমাত্র ছেলের মেহেদী রজনীতে একসাথে ছিলেন মা ছকিনা বেগম। আজ বৃহস্পতিবার সকালে মা আর নেই।মেহেদী অনুষ্টানের স্টেজে মা-ছেলের একসাথে ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাতের আনন্দ সকালে যেন বিষাদের যন্ত্রনা। সব কিছু যেন এলোমেলো। নিরব নিস্তব্ধ সমগ্র এলাকা।
বাড়ীর প্রতিবেশী, আত্মিয়স্বজন সকলের মাঝে শোকের চাপ। বিয়ের বরযাত্রী যখন আনন্দ চিত্তে দুপুরের দিকে পৌর এলাকার জানালীহাট “আল আমিন কমিউনিটি সেন্টারে” গিয়ে মধ্যহ্ন ভোজ সারবে আর নববধুকে নিয়ে বরের বাড়ীতে আসাবেন, হিতে বিপরীত বিধতার হুকুম সেখানে সব উলট পালট করে দিয়ে বর যাত্রীরা নামাজে জানাযার জন্যে প্রস্তুুতি নিতে হচ্ছে।
জানাগেছে রাউজান উপজেলার হলদিয়া ইউপির ৫নং ওয়ার্ডের কমর আলি সিকদার বাড়ীর প্রয়াত আলী আহমদ সিকদারের কনিষ্ট সন্তান ডুবাই প্রবাসী মোঃ আবু বক্কর ছিদ্দিক মাছুমের বিবাহ অনুষ্টান ছিল আজ।বুধবার রাতে ধুমধাম মেহেদী অনুষ্টান সম্পন্ন হয়।আজ বৃহস্পতিবার ছিল বিবাহের মূল অনুষ্টান।বিধিবাম সকাল ৭টার দিকে ছেলের মা ছকিনা বেগম (৮২) চা নাস্থা সারেন, গল্প গুজবও করেন, অল্পক্ষণ পর বলতেছেন আমার শরিরে কেমন কেমন লাগতেছে, ঘরের সকলের দৌড়া দৌড়ি, ততক্ষণে ছকিনা বেগমের নিতর দেহ।
বরের মাদ্রাসা বন্ধু শায়ের মাসুমুর রশিদ কাদেরী জানান নিমিষেই বিবাহের আনন্দ বিষা দের যন্ত্রণায় পরিনত হয়েছে।তিনি জানান আমার বন্ধুর আম্মার নামাজে জানাযা বৃহস্পতিবার বেলা ২ টা ৩০ মিনিটে অনুষ্টিত হবে সিকদার বাড়ী জামে মসজিদে। তিনি আরো জানান ৫ বোন ২ ভাইয়ের মধ্য আবু বকর ছিল সবার ছোট ও সকলের আদরের। তার বিয়ের দিন তাদের আম্মা মারা যাওয়া তারা কোন মতে সহ্য করতে পারছেনা। দেড়যুগ আগে তাদের বড় ভাই প্রবাসে ১ ০তালা ভবন থেকে পড়ে মারা যান। তখনও এক হ্নদয় বিদারক দৃশ্য দেখছিল এলাকার মানুষ। আজ আবার ছেলের বিবাহের দিন জনম দুঃখিনী মার ইন্তেকাল এটিও কাদাচ্ছে এ পরিবারকে।
বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০১:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
৩৮৪ জন দেখেছেন

ছেলের বিয়ের দিনে মায়ের মৃত্যু বিষাদের যন্ত্রনা

আপডেট : ০১:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
বুধবার রাতে একমাত্র ছেলের মেহেদী রজনীতে একসাথে ছিলেন মা ছকিনা বেগম। আজ বৃহস্পতিবার সকালে মা আর নেই।মেহেদী অনুষ্টানের স্টেজে মা-ছেলের একসাথে ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাতের আনন্দ সকালে যেন বিষাদের যন্ত্রনা। সব কিছু যেন এলোমেলো। নিরব নিস্তব্ধ সমগ্র এলাকা।
বাড়ীর প্রতিবেশী, আত্মিয়স্বজন সকলের মাঝে শোকের চাপ। বিয়ের বরযাত্রী যখন আনন্দ চিত্তে দুপুরের দিকে পৌর এলাকার জানালীহাট “আল আমিন কমিউনিটি সেন্টারে” গিয়ে মধ্যহ্ন ভোজ সারবে আর নববধুকে নিয়ে বরের বাড়ীতে আসাবেন, হিতে বিপরীত বিধতার হুকুম সেখানে সব উলট পালট করে দিয়ে বর যাত্রীরা নামাজে জানাযার জন্যে প্রস্তুুতি নিতে হচ্ছে।
জানাগেছে রাউজান উপজেলার হলদিয়া ইউপির ৫নং ওয়ার্ডের কমর আলি সিকদার বাড়ীর প্রয়াত আলী আহমদ সিকদারের কনিষ্ট সন্তান ডুবাই প্রবাসী মোঃ আবু বক্কর ছিদ্দিক মাছুমের বিবাহ অনুষ্টান ছিল আজ।বুধবার রাতে ধুমধাম মেহেদী অনুষ্টান সম্পন্ন হয়।আজ বৃহস্পতিবার ছিল বিবাহের মূল অনুষ্টান।বিধিবাম সকাল ৭টার দিকে ছেলের মা ছকিনা বেগম (৮২) চা নাস্থা সারেন, গল্প গুজবও করেন, অল্পক্ষণ পর বলতেছেন আমার শরিরে কেমন কেমন লাগতেছে, ঘরের সকলের দৌড়া দৌড়ি, ততক্ষণে ছকিনা বেগমের নিতর দেহ।
বরের মাদ্রাসা বন্ধু শায়ের মাসুমুর রশিদ কাদেরী জানান নিমিষেই বিবাহের আনন্দ বিষা দের যন্ত্রণায় পরিনত হয়েছে।তিনি জানান আমার বন্ধুর আম্মার নামাজে জানাযা বৃহস্পতিবার বেলা ২ টা ৩০ মিনিটে অনুষ্টিত হবে সিকদার বাড়ী জামে মসজিদে। তিনি আরো জানান ৫ বোন ২ ভাইয়ের মধ্য আবু বকর ছিল সবার ছোট ও সকলের আদরের। তার বিয়ের দিন তাদের আম্মা মারা যাওয়া তারা কোন মতে সহ্য করতে পারছেনা। দেড়যুগ আগে তাদের বড় ভাই প্রবাসে ১ ০তালা ভবন থেকে পড়ে মারা যান। তখনও এক হ্নদয় বিদারক দৃশ্য দেখছিল এলাকার মানুষ। আজ আবার ছেলের বিবাহের দিন জনম দুঃখিনী মার ইন্তেকাল এটিও কাদাচ্ছে এ পরিবারকে।
বাখ//এস