০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে : তারেক রহমান

বিশেষ প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল-সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান ও অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, সংস্কার এবং স্থানীয় নির্বাচনের কথা বলে জনগনের সামনে ধূম্রজালের সৃষ্টি করছে।

তিনি বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে আসেনি। কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্যে স্বাধীনতাকামী মানুষ বিভ্রান্ত হচ্ছে। অন্যদিকে খুন-খারাবি চলছে দেশে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না সরকার। দ্রব্যমূল্যের লাগামহীন গতিও তারা নিয়ন্ত্রণে ব্যর্থ। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোলাটে করা বলে জনগণ মনে করে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ও সংশয় সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসুন। নিরপেক্ষতা বজায় রাখতে সতর্কতা অবলম্বন করুন। আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে রোডম্যাপ ঘোষণা করুন।

তিনি বলেন, দেশকে তাঁবেদারি রাষ্ট্র যারা বানাতে চেয়েছিল তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া। এই ফাঁদে বিএনপি পা দেবে না। এ সময় নিজেদের মধ্যে যেন ঐক্য বিনষ্ট না হয়, সেজন্য বিএনপির সব স্তরের নেতাকর্মীদের সচেষ্ট থাকার আহ্বান জানান তারেক রহমান।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
৮৬ জন দেখেছেন

জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে : তারেক রহমান

আপডেট : ০৩:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল-সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান ও অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, সংস্কার এবং স্থানীয় নির্বাচনের কথা বলে জনগনের সামনে ধূম্রজালের সৃষ্টি করছে।

তিনি বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে আসেনি। কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্যে স্বাধীনতাকামী মানুষ বিভ্রান্ত হচ্ছে। অন্যদিকে খুন-খারাবি চলছে দেশে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না সরকার। দ্রব্যমূল্যের লাগামহীন গতিও তারা নিয়ন্ত্রণে ব্যর্থ। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোলাটে করা বলে জনগণ মনে করে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ও সংশয় সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসুন। নিরপেক্ষতা বজায় রাখতে সতর্কতা অবলম্বন করুন। আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে রোডম্যাপ ঘোষণা করুন।

তিনি বলেন, দেশকে তাঁবেদারি রাষ্ট্র যারা বানাতে চেয়েছিল তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া। এই ফাঁদে বিএনপি পা দেবে না। এ সময় নিজেদের মধ্যে যেন ঐক্য বিনষ্ট না হয়, সেজন্য বিএনপির সব স্তরের নেতাকর্মীদের সচেষ্ট থাকার আহ্বান জানান তারেক রহমান।

বাখ//এস