০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
রাজস্থলীতে শান্তি সম্প্রীতি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

বিকাল সাড়ে তিন টায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত শান্তি সম্প্রীতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
খেলায় রাজস্থলী থানা একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৪ উইকেটে ১১২ রান সংগ্রহ করে। জবাবে মহব্বত পাড়া একাদশ ২ উইকেটে ১১৬ রান করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথি বুন্দ বিজয়ী ও রানার্আপ দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির,সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্বল তনচংগ্যা, রাজস্থলী থানার এস আই প্রিয়লাল ঘোষ, বিএনপির যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী নাজের সওদাগর, হেডম্যান পাড়া ক্লাবের সভাপতি ভূবন কুমার তনচংগ্যা,আরো অনেকে। খেলাটির সার্বিকভাবে ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তনচংগ্যা ও আহসানুল কবির।
উল্যেখঃ ১০দিন ব্যাপী এ টুর্নামেন্টে ১০ টি দল অংশগ্রহণ করছে।
বাখ//এস