০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শাহরাস্তিতে অবৈধ ভাবে রাস্তা দখলে জনসাধারণের চলাচলের রাস্তা পুনরুদ্ধার করেছে প্রশাসন

মোঃ জামাল হোসেন, শাহরাস্তি প্রতিনিধি

শাহরাস্তিত অবৈধ রাস্তা দখলে জনসাধারণের চলাচলের পথে অবৈধভাবে বাধা সৃষ্টি করায় প্রশাসনের হস্তক্ষেপে পুনরুদ্ধার করা হবে শাহরাস্তি উপজেলার চিতেষী পূর্ব ইউনিয়নের বড়তুলা গ্রামের উত্তর পাড়ার একটি রাস্তা।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

পরিদর্শনকালে দেখা যায়, কিছু ব্যক্তি জনসাধারণের ব্যবহারের উপযোগী রাস্তার অংশ টিন ও বাঁশের বেড়া দিয়ে দখল করে রেখেছে। ফলে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রশাসন তাৎক্ষণিকভাবে বেড়া অপসারণের নির্দেশ প্রদান করে এবং উভয়পক্ষের উপস্থিতিতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় রাস্তার প্রতিবন্ধকতা দূর করা হয়।

এ সময় এক্সিকিউটিভ নিরুপম মজুমদার দখলকারীদের সতর্ক করে জানান, ভবিষ্যতে এ ধরনের বেআইনি দখল বা চলাচলের পথে বাধা সৃষ্টি করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, “সরকারি ও জনগণের চলাচলের রাস্তা দখল করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি বেআইনিভাবে রাস্তা দখল করে, তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।” স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, এটি তাদের দীর্ঘদিনের চলাচলের সমস্যার সমাধান করেছে।

স্থানীয় একজন প্রবীণ বাসিন্দা বলেন, “এই রাস্তা আমরা বহু বছর ধরে ব্যবহার করছি, কিন্তু কিছু ব্যক্তি বেআইনিভাবে দখল করে চলাচলের পথ বন্ধ করে দেয়। প্রশাসনের হস্তক্ষেপে আমরা আবার স্বাভাবিক চলাচলের সুযোগ পেলাম।” এলাকাবাসী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগ জনগণের আস্থাকে আরও শক্তিশালী করবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের নির্দেশনা অনুযায়ী, স্থানীয় প্রশাসন জনগণের অধিকার ও সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভূমি দখল ও রাস্তার প্রতিবন্ধকতা রোধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এ ধরনের পদক্ষেপে এলাকার সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আরও আস্থাশীল হবে বলে মনে করছেন বিশিষ্টজনরা।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৮:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
৮১ জন দেখেছেন

শাহরাস্তিতে অবৈধ ভাবে রাস্তা দখলে জনসাধারণের চলাচলের রাস্তা পুনরুদ্ধার করেছে প্রশাসন

আপডেট : ০৮:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

শাহরাস্তিত অবৈধ রাস্তা দখলে জনসাধারণের চলাচলের পথে অবৈধভাবে বাধা সৃষ্টি করায় প্রশাসনের হস্তক্ষেপে পুনরুদ্ধার করা হবে শাহরাস্তি উপজেলার চিতেষী পূর্ব ইউনিয়নের বড়তুলা গ্রামের উত্তর পাড়ার একটি রাস্তা।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

পরিদর্শনকালে দেখা যায়, কিছু ব্যক্তি জনসাধারণের ব্যবহারের উপযোগী রাস্তার অংশ টিন ও বাঁশের বেড়া দিয়ে দখল করে রেখেছে। ফলে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রশাসন তাৎক্ষণিকভাবে বেড়া অপসারণের নির্দেশ প্রদান করে এবং উভয়পক্ষের উপস্থিতিতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় রাস্তার প্রতিবন্ধকতা দূর করা হয়।

এ সময় এক্সিকিউটিভ নিরুপম মজুমদার দখলকারীদের সতর্ক করে জানান, ভবিষ্যতে এ ধরনের বেআইনি দখল বা চলাচলের পথে বাধা সৃষ্টি করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, “সরকারি ও জনগণের চলাচলের রাস্তা দখল করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি বেআইনিভাবে রাস্তা দখল করে, তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।” স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, এটি তাদের দীর্ঘদিনের চলাচলের সমস্যার সমাধান করেছে।

স্থানীয় একজন প্রবীণ বাসিন্দা বলেন, “এই রাস্তা আমরা বহু বছর ধরে ব্যবহার করছি, কিন্তু কিছু ব্যক্তি বেআইনিভাবে দখল করে চলাচলের পথ বন্ধ করে দেয়। প্রশাসনের হস্তক্ষেপে আমরা আবার স্বাভাবিক চলাচলের সুযোগ পেলাম।” এলাকাবাসী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগ জনগণের আস্থাকে আরও শক্তিশালী করবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের নির্দেশনা অনুযায়ী, স্থানীয় প্রশাসন জনগণের অধিকার ও সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভূমি দখল ও রাস্তার প্রতিবন্ধকতা রোধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এ ধরনের পদক্ষেপে এলাকার সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আরও আস্থাশীল হবে বলে মনে করছেন বিশিষ্টজনরা।

বাখ//এস