০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক এমপি চয়ন ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আদালত প্রতিবেদক

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে আদালতের হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এতে রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে ৩দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে শাহজাদপুর চৌকি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানি এ আদেশ দেন।

ওই আদালতের সিএসআই মো. আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চয়নকে জিজ্ঞাসাবাদের জন্য শাহজাদপুর থানা পুলিশ ১০দিনের রিমান্ড আবেদন করে। তা নামঞ্জুর করে তাকে জেলগেটে ৩দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। এর আগে ৯ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে চয়ন ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গ্রেফতার করে।

এরপর ১০ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ডা. এমএ মুহিতের শাহজাদপুরের দুটি বাড়ি ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ১১ ফেব্রুয়ারি শাহজাদপুর আমলী আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য চয়নের ১০দিনের রিমান্ড আবেদন করা হয়। ওই দিন রিমান্ড শুনানি না করে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং ২৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৫:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
১০১ জন দেখেছেন

সাবেক এমপি চয়ন ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আপডেট : ০৫:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে আদালতের হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এতে রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে ৩দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে শাহজাদপুর চৌকি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানি এ আদেশ দেন।

ওই আদালতের সিএসআই মো. আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চয়নকে জিজ্ঞাসাবাদের জন্য শাহজাদপুর থানা পুলিশ ১০দিনের রিমান্ড আবেদন করে। তা নামঞ্জুর করে তাকে জেলগেটে ৩দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। এর আগে ৯ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে চয়ন ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গ্রেফতার করে।

এরপর ১০ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ডা. এমএ মুহিতের শাহজাদপুরের দুটি বাড়ি ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ১১ ফেব্রুয়ারি শাহজাদপুর আমলী আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য চয়নের ১০দিনের রিমান্ড আবেদন করা হয়। ওই দিন রিমান্ড শুনানি না করে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং ২৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।

বাখ//আর