হোসেনপুরে শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়কে ইউএনওর উদ্যোগে গতিরোধক স্থাপন

কিশোরগঞ্জের হোসেনপুর অভিবাবক ও শিক্ষার্থীদের দাবীর মুখে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা বাজারের সন্নিকটে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনের প্রধান সড়কে গতিরোধক স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য গত (১৮ ফেব্রয়ারি) সড়ক দুর্ঘটনায় ঐ স্কুলের ২য় শ্রেণীর শিক্ষাথী সায়মা আক্তার নোহা নিহত হবার পর অভিবাবক, এলাকাবাসী ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থী গতিরোধক স্থাপনের দাবি জানান,পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ঘটনাস্থল পরিদর্শন করে গতিরোধক স্থাপনের উদ্যোগ নেন।
বৃহস্পতিবার(২৭ ফেব্রয়ারি) সরজমিনে গেলে দেখা যায় স্কুলের সামনের সড়কে দুপাশে গতিরোধক স্থাপন করা সম্পন্ন হয়েছে। কথা হয় সিরাজ উদ্দিন নামের এক অবিভাবকের সাথে তিনি বলেন,আমরা খুব চিন্তিত ছিলাম, উপজেলা প্রশাসন রাস্তাায় গতিরোধক স্থাপন করায় আমরা শঙ্কামুক্ত। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিন নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ রাখতে সড়ক দুর্ঘটনা রোধে গতিরোধক স্থাপন করায় এলাকাবাসী অনেক খুশি।
বাখ//আর