০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
উজিরপুরে মাহে রমজানে দ্রব্য মুল্য নিয়ন্ত্রণ ও পবিত্রতা রক্ষার্থে জামায়েতের সমাবেশ ও মিছিল

বরিশাল জেলার উজিরপুর উপজেলা জামায়েত ইসলামের উদ্যেগে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা সদরে পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে সহনশীল পর্যায় রাখা ও রমজানের পবিত্রতা রক্ষার্থের দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলটি জামায়েত ইসলামের উপজেলা সদরের প্রধান কার্যালয়ের থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামের সামনে সমাপ্ত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা জামায়েত ইসলামের আমীর আব্দুল খালেক এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মোঃ কাওছার হোসাইন। বক্তব্য রাখেন পৌর জামায়ত ইসলামের আমীর আল-আমিন সরদার, পৌর সেক্রেটারি হাফেজ বাকি বিল্লাহ, সকল ইউনিয়নের আমির, সেক্রেটারী সহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন দেশে রমজান আসলেই একদল আসাদু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কৃত্রিম সংকট দেখিয়ে ও অবৈধ মজুদের মাধ্যমে বহুগুণ বাড়িয়ে দিয়ে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ ও রোজাদারদের কষ্ট দেয়।
সে সকল সিন্ডিকেট কে ভেঙ্গে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে। একই সাথে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবী জানান তারা।
বাখ//এস