১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে জামায়াতের সমাবেশ

আসন্য রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে না বাড়ে সেজন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে জামায়তের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জামায়াত নেতারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ। এসময় মানবতাবিরোধী অপরাধে কারাগারে থাকা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান তারা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বানও জানান নেতারা। এছাড়া রমজানের পবিত্রতা বজায় রাখতে সিনেমা হল ও বার বন্ধের আহবান জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল কাকরাইল হয়ে বায়তুল মোকাররমে গিয়ে শেষ হয়।
বাখ//আর