০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোলে রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতের স্বাগত র‍্যালি

বেনাপোল প্রতিনিধি

যশোরের স্থলবন্দর বেনাপোলে বাজারে মাহে রমজানের আগমন উপলক্ষ্যে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়ে স্বাগত র‍্যালি করেছে  বেনাপোল পোট থানা শাখার জামায়াতের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোটথানা শাখার উদ্যোগে আজ শুক্রবার বাদ আছর বেনাপোল কেন্দ্রিয় জামেমসজিদ হতে স্বাগত র‍্যালি বের করে বেনাপোল বাজারের গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিন করেন।

র‍্যালি শেষে বেনাপোল বাজারের কেন্দ্রিয় জামেমসজিদ গেটে এসে সমবেত হয়।এ ময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান,বেনাপোল থানা শাখার আমীর রেজাউল ইসলাম, সেক্রেটারী মাও:ইউছুপ আলি, তারবিয়াত বিষয়  সম্পাদক মুজবর রহমান, পৌর আমির আব্দল জলিল, পৌর সেক্রেটারী নুরল হক সহ বেনাপোল পৌরসভার ৯ টা ওয়াডের শতশত জামাত কর্মীবৃন্দ রেলিতে যোগদেয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সকল মুসলিমদের রোজা, তারাবীহের নামাজসহ ৫ ওয়াক্ত নামাজ আদায়ে দাওয়াতী আহবান জানান। রমজান মাসে সকল খাবার হোটেল বন্ধ ও দিনের বেলায়  চা-স্টলে টিভি, সিডিতে অশ্লীল গান-বাজনা প্রদর্শনসহ বন্ধের অনুরোধ জানান।

বক্তারা আরও বলেন, মাহে রমজানের সম্মানে সবার সাথে সদাচারন করবেন। হালাল ভাবে ব্যবসা বাণিজ্য ও সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি না নেয়ার অনুরোধ জানান।রমজানের অমর্যাদা হয় এমন কোন অপ্রীতিকর কাজ থেকেও বিরত থাকার আহবান জানান। আলোচনা শেষে মুসলিম উম্মাহর মঙ্গল ও শান্তি কামনায় মোনাজাত করা হয়।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৭:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
৮৫ জন দেখেছেন

বেনাপোলে রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতের স্বাগত র‍্যালি

আপডেট : ০৭:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

যশোরের স্থলবন্দর বেনাপোলে বাজারে মাহে রমজানের আগমন উপলক্ষ্যে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়ে স্বাগত র‍্যালি করেছে  বেনাপোল পোট থানা শাখার জামায়াতের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোটথানা শাখার উদ্যোগে আজ শুক্রবার বাদ আছর বেনাপোল কেন্দ্রিয় জামেমসজিদ হতে স্বাগত র‍্যালি বের করে বেনাপোল বাজারের গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিন করেন।

র‍্যালি শেষে বেনাপোল বাজারের কেন্দ্রিয় জামেমসজিদ গেটে এসে সমবেত হয়।এ ময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান,বেনাপোল থানা শাখার আমীর রেজাউল ইসলাম, সেক্রেটারী মাও:ইউছুপ আলি, তারবিয়াত বিষয়  সম্পাদক মুজবর রহমান, পৌর আমির আব্দল জলিল, পৌর সেক্রেটারী নুরল হক সহ বেনাপোল পৌরসভার ৯ টা ওয়াডের শতশত জামাত কর্মীবৃন্দ রেলিতে যোগদেয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সকল মুসলিমদের রোজা, তারাবীহের নামাজসহ ৫ ওয়াক্ত নামাজ আদায়ে দাওয়াতী আহবান জানান। রমজান মাসে সকল খাবার হোটেল বন্ধ ও দিনের বেলায়  চা-স্টলে টিভি, সিডিতে অশ্লীল গান-বাজনা প্রদর্শনসহ বন্ধের অনুরোধ জানান।

বক্তারা আরও বলেন, মাহে রমজানের সম্মানে সবার সাথে সদাচারন করবেন। হালাল ভাবে ব্যবসা বাণিজ্য ও সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি না নেয়ার অনুরোধ জানান।রমজানের অমর্যাদা হয় এমন কোন অপ্রীতিকর কাজ থেকেও বিরত থাকার আহবান জানান। আলোচনা শেষে মুসলিম উম্মাহর মঙ্গল ও শান্তি কামনায় মোনাজাত করা হয়।

বাখ//এস