১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সেনবাগে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই মোঃ আমিন উল্যাহ (৫৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রামের মমিন দরবেশের বাড়িতে। খব পেয়ে সেনবাগ থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মৃতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে সেনবাগ থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ হযরত আলী মিলন বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলার কাবিলপুর ইউপির ৭নং ওয়ার্ডের পূর্ব কাবিলপুর মমিন দরবেশের বাড়ির মনু মিয়ার ছেলে বড় ভাই আবদুল মোতালেব সকালে কোদাল দিয়ে সব্জি চাষের জন্য মাটি কাটছিলেন।

এ সময় ছোট ভাই আমিন উল্লাহ মাটি কাটতে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে ছোট ভাই আমিন উল্লাহকে আঘাত করলে আমিন উল্লাহ’র গলার নিচে মারাত্মক ভাবে কেটে যায় ও গুরুতর জখম। পরে স্থানীয়রা আহত আমিন উল্লাহকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো জানান, বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। এ ঘটনার পর বড় ভাই পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। মামলা দায়েরের প্রক্রিয় চলছে।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৯:০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
৭৪ জন দেখেছেন

সেনবাগে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ০৯:০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

নোয়াখালীর সেনবাগে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই মোঃ আমিন উল্যাহ (৫৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রামের মমিন দরবেশের বাড়িতে। খব পেয়ে সেনবাগ থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মৃতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে সেনবাগ থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ হযরত আলী মিলন বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলার কাবিলপুর ইউপির ৭নং ওয়ার্ডের পূর্ব কাবিলপুর মমিন দরবেশের বাড়ির মনু মিয়ার ছেলে বড় ভাই আবদুল মোতালেব সকালে কোদাল দিয়ে সব্জি চাষের জন্য মাটি কাটছিলেন।

এ সময় ছোট ভাই আমিন উল্লাহ মাটি কাটতে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে ছোট ভাই আমিন উল্লাহকে আঘাত করলে আমিন উল্লাহ’র গলার নিচে মারাত্মক ভাবে কেটে যায় ও গুরুতর জখম। পরে স্থানীয়রা আহত আমিন উল্লাহকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো জানান, বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। এ ঘটনার পর বড় ভাই পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। মামলা দায়েরের প্রক্রিয় চলছে।

বাখ//এস