০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে পিকআপ দল চ্যাম্পিয়ন

রাঙামাটির রাজস্থলী উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম সন্তান আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাত আট টায় দুই নং গাইন্দ্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপজেলা সদর মাঠে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা পিকআপ দল ২-০ গোলে অটোরিক্সা দল কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন রাঙামাটি জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আলী আকবর সুমন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, উপজেলা ছাত্র দলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, ছাত্রদলের সদস্য সচিব সাজন তনচংগ্যা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, রাজস্থলী থানার এস আই প্রিয়লাল দত্ত,গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বার, সাধারণ সম্পাদক মেদু মারমা,জসিম উদ্দিন – বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পাদক রাংগামাটি জেলা ছাত্রদল, আব্দুল আহাদ যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা ছাত্রদল।
আব্দুল আল নোমান ছাত্রনেতা, অপু আহ্বায়ক কর্ণফুলী কলেজ ছাত্রদল, যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ, ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুভেল, ক্রীড়াবিদ রনি খিয়াং সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
বাখ//এস