খারকিভে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত সাতজন আহত হয়েছেন এবং হাসপাতালসহ একাধিক বেসামরিক স্থাপনায় ক্ষতি হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
রুশ বাহিনীর ড্রোন হামলায় একটি তিনতলা মেডিকেল স্থাপনায় আঘাত হানলে ৬৪ জন রোগীকে সরিয়ে নিতে হয়। এছাড়া আবাসিক ভবন, শপিং সেন্টার ও অন্যান্য বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহভ জানিয়েছেন, রাশিয়ার আটটি ড্রোন শহরের তিনটি জেলায় আঘাত হেনেছে, এতে পাঁচজন আহত হয়েছেন। তবে খারকিভের মেয়র ইহর তেরেকহভ জানিয়েছেন, আহতের সংখ্যা সাত।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে তাদের ৪৮টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। তারপর থেকে টানা তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে, যা থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।