০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীর হাতিয়ায় পুত্রের সাফল্যে পিতার আনন্দ মিছিল

কাজী মো. ফখরুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) আত্মপ্রকাশে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আনন্দ মিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পিতা মাওলানা আবদুল মালেক।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় এ.এম উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওসখালী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আবদুল হান্নান মাসউদের পিতা মাওলানা আবদুল মালেক বলেন, ‘আমার ছেলের যে স্বপ্ন ও চিন্তা-চেতনা তার জন্মস্থান হাতিয়া উপজেলার জন্য, সে স্বপ্ন যেন আল্লাহ তাকে বাস্তবায়নের সুযোগ করে দেন। তিনি আরও বলেন, হান্নানের স্বপ্ন বাস্তবায়নে তাকে আপনারা আগামী ভোটে জয়যুক্ত করবেন। তার জন্য দোয়া করবেন সে যেন সুস্বাস্থ্য নিয়ে আগামীতে হাতিয়াকে গড়তে পারে’।

আবদুল হান্নান মাসউদের এ সাফল্যে দ্বীপ উপজেলাটির ছাত্র-জনতা সহ সর্বস্তরের মানুষের মাঝে বইছে বাঁদভাঙ্গা আনন্দে জোয়ার। তাঁর পিতা মাওলানা আবদুল মালেকের পাশাপাশি এ সময় উপজেলা ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, আবীর হোসাইন, ফাহাদ হোসাইন, মো. সোহেল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় তারা শুক্রবার আত্মপ্রকাশ হওয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টিকে’ অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে আগামীতে নতুন দলটির ছায়াতলে থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করারও আহ্বায়ক জানান।

আবদুল হান্নান মাসউদ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান। তিনি এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুক্রবার আত্মপ্রকাশ করা নতুন দল জাতীয় নাগরিক পার্টিতে যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন তিনি।

বাখ//এস

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৬:১২:১৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৭৫ জন দেখেছেন

নোয়াখালীর হাতিয়ায় পুত্রের সাফল্যে পিতার আনন্দ মিছিল

আপডেট : ০৬:১২:১৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) আত্মপ্রকাশে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আনন্দ মিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পিতা মাওলানা আবদুল মালেক।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় এ.এম উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওসখালী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আবদুল হান্নান মাসউদের পিতা মাওলানা আবদুল মালেক বলেন, ‘আমার ছেলের যে স্বপ্ন ও চিন্তা-চেতনা তার জন্মস্থান হাতিয়া উপজেলার জন্য, সে স্বপ্ন যেন আল্লাহ তাকে বাস্তবায়নের সুযোগ করে দেন। তিনি আরও বলেন, হান্নানের স্বপ্ন বাস্তবায়নে তাকে আপনারা আগামী ভোটে জয়যুক্ত করবেন। তার জন্য দোয়া করবেন সে যেন সুস্বাস্থ্য নিয়ে আগামীতে হাতিয়াকে গড়তে পারে’।

আবদুল হান্নান মাসউদের এ সাফল্যে দ্বীপ উপজেলাটির ছাত্র-জনতা সহ সর্বস্তরের মানুষের মাঝে বইছে বাঁদভাঙ্গা আনন্দে জোয়ার। তাঁর পিতা মাওলানা আবদুল মালেকের পাশাপাশি এ সময় উপজেলা ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, আবীর হোসাইন, ফাহাদ হোসাইন, মো. সোহেল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় তারা শুক্রবার আত্মপ্রকাশ হওয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টিকে’ অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে আগামীতে নতুন দলটির ছায়াতলে থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করারও আহ্বায়ক জানান।

আবদুল হান্নান মাসউদ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান। তিনি এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুক্রবার আত্মপ্রকাশ করা নতুন দল জাতীয় নাগরিক পার্টিতে যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন তিনি।

বাখ//এস