০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভারি তুষার ঝড়ের কবলে জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড ও হিমাচল

আন্তর্জাতিক ডেস্ক

ভারি তুষার ঝড়ের কবলে ভারতের জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ। কয়েক ফুট উঁচু তুষার জমে বন্ধ হয়েছে কাশ্মীরের সঙ্গে গোটা ভারতের যোগাযোগ। এদিকে, হিমাচল প্রদেশে তুষার ধসে নিখোঁজ রয়েছেন ৪১ নির্মাণ শ্রমিক।

ভূ-স্বর্গরূপে পরিচিত ভারতের জম্মু-কাশ্মীরের চিত্র এটি। টানা কয়েকদিনের তুষারপাতে সাদা বরফে ঢেকে গেছে গোটা অঞ্চল। তুষারের সঙ্গে মঙ্গলবার থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে এ অঞ্চলে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় গত বুধবার থেকে জারি রয়েছে অরেঞ্জ এলার্ট।

ভারি তুষারপাত ও বৃষ্টির প্রভাবে বন্ধ হয়ে গেছে কাশ্মীরের সঙ্গে ভারতের অন্যান্য রাজ্যের সড়ক পথে যোগাযোগের প্রধান রাস্তা শ্রীনগর-জম্মু ন্যাশনাল হাইওয়ে। সেইসঙ্গে তুষারপাতের কারণে হিমাচল ও উত্তরাখণ্ডের বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে কয়েক হাজার বাস, ট্রাক ও প্রাইভেট গাড়ি।

স্থলপথের পাশাপাশি ব্যাহত হয়েছে রেল ও বিমান চলাচলও। বৈরি আবহাওয়ায় জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার পর্যটকরা। কাশ্মীরের রিসোর্ট ও হোটেলগুলোতে আটকা পড়েছেন দেশি-বিদেশি হাজারো পর্যটক।

এদিকে শুক্রবার দুপুর ১২টার দিকে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামে তুষার ধসের শিকার হয়েছেন ৫৭ নির্মাণ শ্রমিক। দুর্ঘটনাস্থল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান বদ্রীনাথ মন্দির থেকে ৫ কিলোমিটার দূরে বলে জানিয়েছে উত্তরাখণ্ড পুলিশ।

তুষার স্তূপের নিচে আটকা পড়েছে বেশ কয়েকজন শ্রমিক। তাদেরকে উদ্ধারে কাজ করছে দমকলবাহিনী। তবে তুষারপাতের সঙ্গে দমকা হাওয়া অব্যাহত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানান উদ্ধারকর্মীরা। নিখোঁজ শ্রমিকরা সবাই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সড়ক নির্মাণ ও মেরামতকারী সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশনের কর্মী বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০২:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৭২ জন দেখেছেন

ভারি তুষার ঝড়ের কবলে জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড ও হিমাচল

আপডেট : ০২:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

ভারি তুষার ঝড়ের কবলে ভারতের জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ। কয়েক ফুট উঁচু তুষার জমে বন্ধ হয়েছে কাশ্মীরের সঙ্গে গোটা ভারতের যোগাযোগ। এদিকে, হিমাচল প্রদেশে তুষার ধসে নিখোঁজ রয়েছেন ৪১ নির্মাণ শ্রমিক।

ভূ-স্বর্গরূপে পরিচিত ভারতের জম্মু-কাশ্মীরের চিত্র এটি। টানা কয়েকদিনের তুষারপাতে সাদা বরফে ঢেকে গেছে গোটা অঞ্চল। তুষারের সঙ্গে মঙ্গলবার থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে এ অঞ্চলে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় গত বুধবার থেকে জারি রয়েছে অরেঞ্জ এলার্ট।

ভারি তুষারপাত ও বৃষ্টির প্রভাবে বন্ধ হয়ে গেছে কাশ্মীরের সঙ্গে ভারতের অন্যান্য রাজ্যের সড়ক পথে যোগাযোগের প্রধান রাস্তা শ্রীনগর-জম্মু ন্যাশনাল হাইওয়ে। সেইসঙ্গে তুষারপাতের কারণে হিমাচল ও উত্তরাখণ্ডের বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে কয়েক হাজার বাস, ট্রাক ও প্রাইভেট গাড়ি।

স্থলপথের পাশাপাশি ব্যাহত হয়েছে রেল ও বিমান চলাচলও। বৈরি আবহাওয়ায় জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার পর্যটকরা। কাশ্মীরের রিসোর্ট ও হোটেলগুলোতে আটকা পড়েছেন দেশি-বিদেশি হাজারো পর্যটক।

এদিকে শুক্রবার দুপুর ১২টার দিকে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার মানা গ্রামে তুষার ধসের শিকার হয়েছেন ৫৭ নির্মাণ শ্রমিক। দুর্ঘটনাস্থল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান বদ্রীনাথ মন্দির থেকে ৫ কিলোমিটার দূরে বলে জানিয়েছে উত্তরাখণ্ড পুলিশ।

তুষার স্তূপের নিচে আটকা পড়েছে বেশ কয়েকজন শ্রমিক। তাদেরকে উদ্ধারে কাজ করছে দমকলবাহিনী। তবে তুষারপাতের সঙ্গে দমকা হাওয়া অব্যাহত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানান উদ্ধারকর্মীরা। নিখোঁজ শ্রমিকরা সবাই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সড়ক নির্মাণ ও মেরামতকারী সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশনের কর্মী বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।