১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রোজায় বেড়েছে ছোলার আমদানি, কেজি ১০৫-১২০ টাকা

অনলাইন ডেস্ক

রমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন বন্দরে বেড়েছে ছোলার আমদানি। বাজারে মানভেদে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১২০ টাকায়। এবারের রমজানে ছোলার দাম আগের মাসের তুলনায় কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। তবে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) হিসেবে গত এক বছরের ব্যবধানে ছোলার দাম নয় দশমিক সাত ছয় শতাংশ বেশি।

প্রতি বছর রমজান এলেই বাড়ে ছোলার চাহিদা। বছরের অন্য মাসে গড়ে ১০ হাজার টন ছোলার চাহিদা থাকলেও রমজানে চাহিদা বাড়ে পাঁচ থেকে দশ গুণ।

আমদানিকারকেরা জানান, এই চাহিদার পরিপ্রেক্ষিতে দেশের বন্দরগুলোতেও বেড়েছে ছোলার আমদানি। প্রতিদিন গড়ে সাত থেকে ১০ গাড়ি ছোলা আমদানি হলেও এখন সেই সংখ্যা দাঁড়িয়ে ১৫ থেকে ২০ গাড়িতে।

বিক্রেতারা বলছেন, রাজধানীর বিভিন্ন বাজারে ছোলার দামে তারতম্য থাকলেও পাইকারি বাজারগুলোতে মিলছে মানভেদে প্রতি কেজি ১০৫ থেকে ১২০ টাকায়।

আমদানিকারকেরা জানান, এবার বেড়েছে ছোলা আমদানির পরিমাণ। তাই রোজা শুরুর কয়েকদিনের মধ্যে ছোলার দাম কমতে পারে।

এদিকে রমজান মাসে প্রতিদিনই বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মনিটরিং টিমের সংখ্যাও দ্বিগুণ করা হয়েছে জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৮০ জন দেখেছেন

রোজায় বেড়েছে ছোলার আমদানি, কেজি ১০৫-১২০ টাকা

আপডেট : ০৪:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

রমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন বন্দরে বেড়েছে ছোলার আমদানি। বাজারে মানভেদে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১২০ টাকায়। এবারের রমজানে ছোলার দাম আগের মাসের তুলনায় কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। তবে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) হিসেবে গত এক বছরের ব্যবধানে ছোলার দাম নয় দশমিক সাত ছয় শতাংশ বেশি।

প্রতি বছর রমজান এলেই বাড়ে ছোলার চাহিদা। বছরের অন্য মাসে গড়ে ১০ হাজার টন ছোলার চাহিদা থাকলেও রমজানে চাহিদা বাড়ে পাঁচ থেকে দশ গুণ।

আমদানিকারকেরা জানান, এই চাহিদার পরিপ্রেক্ষিতে দেশের বন্দরগুলোতেও বেড়েছে ছোলার আমদানি। প্রতিদিন গড়ে সাত থেকে ১০ গাড়ি ছোলা আমদানি হলেও এখন সেই সংখ্যা দাঁড়িয়ে ১৫ থেকে ২০ গাড়িতে।

বিক্রেতারা বলছেন, রাজধানীর বিভিন্ন বাজারে ছোলার দামে তারতম্য থাকলেও পাইকারি বাজারগুলোতে মিলছে মানভেদে প্রতি কেজি ১০৫ থেকে ১২০ টাকায়।

আমদানিকারকেরা জানান, এবার বেড়েছে ছোলা আমদানির পরিমাণ। তাই রোজা শুরুর কয়েকদিনের মধ্যে ছোলার দাম কমতে পারে।

এদিকে রমজান মাসে প্রতিদিনই বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মনিটরিং টিমের সংখ্যাও দ্বিগুণ করা হয়েছে জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার।