০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে বিভিন্ন দলের বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় কমিশন: সিইসি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন নিয়ে বিভিন্ন দলের বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় কমিশন, সব দলই গ্রহণযোগ্য ভোট চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ রোববার সকালে রাজধানীর আাগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

এ সময় সিইসি বলেন, বিভিন্ন দলের দেওয়া বক্তব্য গণতান্ত্রিক সৌন্দর্য। যত বিপরীতমুখী বক্তব্য দিক না কেন, নির্বাচন কমিশন (ইসি) বিশ্বাস করে তারা ঐক্যে পৌঁছাবে। সব দলই গ্রহণযোগ্য ভোট চায়, দেশের ১৮ কোটি মানুষও চায়।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটকেন্দ্রে গিয়ে সবার ভোট দেওয়া নিশ্চিত করতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান কমিশনের ওপর মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে।

সিইসি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় ভোট সন্ত্রাস করে আপাতদৃষ্টিতে জেতা যায়। তবে আখেরে জেতা যায় না। সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়বদ্ধ থাকা নিয়ে স্বাক্ষর নিতে পারে ঐকমত্য কমিশন। তাহলে ইসির কাজটা সহজ হয়ে যেত।

এ সময় ইসি সচিব আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আশা করা যাচ্ছে ৩০ জুনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের নতুন তালিকা প্রকাশ করা হবে। মৃত ভোটার ১৯ লাখের মতো, যারা তালিকা থেকে বাদ পড়বেন।

এ ছাড়া ইসি সচিব আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘কথায় নয় কাজে প্রমাণ করতে চায় ইসি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধ পরিকর সংস্থাটি।’

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০২:৩৩:৪১ অপরাহ্ন, রোববার, ২ মার্চ ২০২৫
৭২ জন দেখেছেন

নির্বাচন নিয়ে বিভিন্ন দলের বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় কমিশন: সিইসি

আপডেট : ০২:৩৩:৪১ অপরাহ্ন, রোববার, ২ মার্চ ২০২৫

নির্বাচন নিয়ে বিভিন্ন দলের বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নয় কমিশন, সব দলই গ্রহণযোগ্য ভোট চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ রোববার সকালে রাজধানীর আাগারগাঁওয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

এ সময় সিইসি বলেন, বিভিন্ন দলের দেওয়া বক্তব্য গণতান্ত্রিক সৌন্দর্য। যত বিপরীতমুখী বক্তব্য দিক না কেন, নির্বাচন কমিশন (ইসি) বিশ্বাস করে তারা ঐক্যে পৌঁছাবে। সব দলই গ্রহণযোগ্য ভোট চায়, দেশের ১৮ কোটি মানুষও চায়।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটকেন্দ্রে গিয়ে সবার ভোট দেওয়া নিশ্চিত করতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান কমিশনের ওপর মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে।

সিইসি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় ভোট সন্ত্রাস করে আপাতদৃষ্টিতে জেতা যায়। তবে আখেরে জেতা যায় না। সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দায়বদ্ধ থাকা নিয়ে স্বাক্ষর নিতে পারে ঐকমত্য কমিশন। তাহলে ইসির কাজটা সহজ হয়ে যেত।

এ সময় ইসি সচিব আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আশা করা যাচ্ছে ৩০ জুনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের নতুন তালিকা প্রকাশ করা হবে। মৃত ভোটার ১৯ লাখের মতো, যারা তালিকা থেকে বাদ পড়বেন।

এ ছাড়া ইসি সচিব আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘কথায় নয় কাজে প্রমাণ করতে চায় ইসি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধ পরিকর সংস্থাটি।’