০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় রোববার জানিয়েছে, পবিত্র রমজান মাস এবং এপ্রিলের মাঝামাঝি ইহুদিদের বসন্তকালীন উৎসব ’পাসওভার’ ছুটির দিন পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হয়েছে ইসরাইল।

ইসরাইলের জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যে ইসরাইল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাব গ্রহণ করেছে।

শনিবার মধ্যরাতের ঠিক পরে এক বিবৃতিতে বলা হয়েছে, রমজানে একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফের প্রস্তাব গ্রহণ করেছে ইসরাইল। যা মার্চের শেষের দিকে শেষ হবে এবং এপ্রিলের মাঝামাঝি সময়ে আট দিনের ইহুদি পাসওভার পালন করা হবে।

গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মেয়াদ শনিবার শেষ হয়েছে। এর পরপরই ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রস্তাবে সায় থাকার কথা জানানো হল।

এই চুক্তির দ্বিতীয় পর্যায়ের উদ্দেশ্য ছিল গাজায় এখনও থাকা কয়েক ডজন জিম্মিকে মুক্তি দেওয়া এবং যুদ্ধের স্থায়ী অবসানের পথ প্রশস্ত করা।

নেতানিয়াহুর কার্যালয়ের মতে, ইসরাইল এবং হামাস আলোচনার অচলাবস্থায় রয়েছে এবং স্থায়ী যুদ্ধবিরতির শর্তাবলীতে তাৎক্ষণিকভাবে তারা একমত হতে পারছে না এই সিদ্ধান্তে পৌঁছানোর পর উইটকফ এই অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানোর জন্য প্রস্তাব করেন।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০২:০৭:০১ অপরাহ্ন, রোববার, ২ মার্চ ২০২৫
৭৩ জন দেখেছেন

রমজানে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি ইসরাইল

আপডেট : ০২:০৭:০১ অপরাহ্ন, রোববার, ২ মার্চ ২০২৫

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় রোববার জানিয়েছে, পবিত্র রমজান মাস এবং এপ্রিলের মাঝামাঝি ইহুদিদের বসন্তকালীন উৎসব ’পাসওভার’ ছুটির দিন পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হয়েছে ইসরাইল।

ইসরাইলের জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যে ইসরাইল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাব গ্রহণ করেছে।

শনিবার মধ্যরাতের ঠিক পরে এক বিবৃতিতে বলা হয়েছে, রমজানে একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফের প্রস্তাব গ্রহণ করেছে ইসরাইল। যা মার্চের শেষের দিকে শেষ হবে এবং এপ্রিলের মাঝামাঝি সময়ে আট দিনের ইহুদি পাসওভার পালন করা হবে।

গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মেয়াদ শনিবার শেষ হয়েছে। এর পরপরই ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রস্তাবে সায় থাকার কথা জানানো হল।

এই চুক্তির দ্বিতীয় পর্যায়ের উদ্দেশ্য ছিল গাজায় এখনও থাকা কয়েক ডজন জিম্মিকে মুক্তি দেওয়া এবং যুদ্ধের স্থায়ী অবসানের পথ প্রশস্ত করা।

নেতানিয়াহুর কার্যালয়ের মতে, ইসরাইল এবং হামাস আলোচনার অচলাবস্থায় রয়েছে এবং স্থায়ী যুদ্ধবিরতির শর্তাবলীতে তাৎক্ষণিকভাবে তারা একমত হতে পারছে না এই সিদ্ধান্তে পৌঁছানোর পর উইটকফ এই অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানোর জন্য প্রস্তাব করেন।