কুড়িগ্রামের রাজারহাটে গাঁজা ও ইয়াবা সহ ২ মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। রবিবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের রামকৃষ্ণ মন্ডলপাড়া গ্রামের আতাউর রহমানের পুত্র গনি মিয়া (৩৪) ও গকুলা গ্রামের মৃত-আফছার আলীর পুত্র শরিফুল (৩২) কে প্রায় ১কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা সহ আটক করা হয়।
রবিবার আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। থানার ওসি তদন্ত সোহেল রানা বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বাখ//এস
সম্পাদক ও প্রকাশক
মানিক কুমার সরকার
banglakhaborbd.com