০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সুনামগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন

তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা সভা চলে।
জেলা নির্বাচন অফিসার ও জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এহসান আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খাঁন।
এর আগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বাখ//এস