১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাজা পুনর্গঠন ও দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে কাজ করছে মিশর

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকার পুনর্গঠন নিয়ে মিশরের নতুন পরিকল্পনা মঙ্গলবার উপস্থাপন করা হবে আরব শীর্ষ সম্মেলনে। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়েও কাজ করছে মিশর। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে ইসরাইল। তবে, জিম্মিদের মুক্তির বিষয়ে চুক্তিতে না আসা পর্যন্ত নেতানিয়াহুর বাসভবনের সামনের সড়কে অবস্থানের ঘোষণা দিয়েছেন শত শত বিক্ষোভকারী। এদিকে, রোজার মধ্যে ত্রাণের ট্রাক আটকে দেয়ায় ইসরাইলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন দেশ।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিপরীতে গাজা পুনর্গঠনের পাল্টা প্রস্তাব প্রস্তুত করেছে মিশর। তিনটি ধাপে এ কাজ সম্পন্ন করতে সময় লাগবে ৫ বছর। আর এজন্য উপত্যকা ছেড়ে অন্যত্রও যেতে হবে না ফিলিস্তিনিদের। গাজার অভ্যন্তরে নিরাপদ অঞ্চল বেছে নিয়ে স্থানান্তর করা হবে বাসিন্দাদের। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে মিশর কর্তৃপক্ষ।

গাজার পুনর্গঠনে মিশরের এই পরিকল্পনা মঙ্গলবার অনুষ্ঠিত আরব শীর্ষ সম্মেলনে মুসলিম বিশ্বের নেতাদের সামনে তুলে ধরা হবে। মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, এই পরিকল্পনার সফল বাস্তবায়নে আরব রাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন ও তহবিল প্রয়োজন।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, ‘গাজা পুনর্গঠনের পরিকল্পনাটি প্রস্তুত। বিদেশি কোনো পক্ষের সামনে তা উপস্থাপনের আগে আরব রাষ্ট্রগুলোকে দেখাতে চাই। এজন্য আরব শীর্ষ সম্মেলনের জন্য অপেক্ষা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর নিয়েও শীর্ষ সম্মেলনে তুলে ধরা হবে। গাজায় শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের চেষ্টা করে যাচ্ছে মিশর।’

রমজানের শুরুতেই মানবিক সহায়তার ট্রাক আটকে দেয়ায় ইসরাইলের প্রতি কড়া নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন দেশ। যদিও, ইসরাইলের যুক্তি গাজার ত্রাণ সামগ্রী হামাস চুরি করে, তাই ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এদিকে, চরম খাদ্য ও মানবিক সহায়তার সংকটে দুর্ভিক্ষের মুখে পড়তে যাচ্ছে গাজাবাসী।

রোজার মধ্যে গাজায় যুদ্ধবিরতি বহাল রাখতে মার্কিন পরিকল্পনার বিষয়ে সম্মত হয়েছে ইসরাইল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, প্রথম ধাপে ৩৩ জন ইসরাইলি জিম্মির মুক্তির ব্যাপারে অসামান্য অবদান রেখেছেন ট্রাম্প।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘অস্থায়ী যুদ্ধবিরতি ৫০ দিন বাড়ানোর মার্কিন পরিকল্পনার বিষয়ে ইসরাইল একমত। এই সময়ের মধ্যে গাজা যুদ্ধের অবসান ও স্থায়ী যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করা হবে। তবে শর্ত অনুযায়ী ৫০ শতাংশ জিম্মিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বাকি অর্ধেক মুক্তি পাবে স্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছালে। তবে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। স্থায়ী যুদ্ধবিরতির জন্য তাদের দাবি অগ্রহণযোগ্য।’

এদিকে, সব জিম্মিকে অবিলম্বে মুক্তির দাবিতে জেরুজালেমে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত ইসরাইলি। জিম্মিদের ফিরিয়ে আনতে একটি চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত সড়কে অবস্থানের ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হলেও দ্বিতীয় ধাপ নিয়ে চলছে টালবাহানা। হামাস-ইসরাইলের পাল্টাপাল্টি অভিযোগে এখনও তা ঝুলে আছে। গাজা সীমান্তের কাছে ধীরে ধীরে জড়ো করা হচ্ছে ইসরাইলি সামরিক যান। যা যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরও অনিশ্চয়তার মুখে ফেলে দিচ্ছে।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৬:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
৭৯ জন দেখেছেন

গাজা পুনর্গঠন ও দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে কাজ করছে মিশর

আপডেট : ০৬:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

গাজা উপত্যকার পুনর্গঠন নিয়ে মিশরের নতুন পরিকল্পনা মঙ্গলবার উপস্থাপন করা হবে আরব শীর্ষ সম্মেলনে। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়েও কাজ করছে মিশর। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে ইসরাইল। তবে, জিম্মিদের মুক্তির বিষয়ে চুক্তিতে না আসা পর্যন্ত নেতানিয়াহুর বাসভবনের সামনের সড়কে অবস্থানের ঘোষণা দিয়েছেন শত শত বিক্ষোভকারী। এদিকে, রোজার মধ্যে ত্রাণের ট্রাক আটকে দেয়ায় ইসরাইলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন দেশ।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিপরীতে গাজা পুনর্গঠনের পাল্টা প্রস্তাব প্রস্তুত করেছে মিশর। তিনটি ধাপে এ কাজ সম্পন্ন করতে সময় লাগবে ৫ বছর। আর এজন্য উপত্যকা ছেড়ে অন্যত্রও যেতে হবে না ফিলিস্তিনিদের। গাজার অভ্যন্তরে নিরাপদ অঞ্চল বেছে নিয়ে স্থানান্তর করা হবে বাসিন্দাদের। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে মিশর কর্তৃপক্ষ।

গাজার পুনর্গঠনে মিশরের এই পরিকল্পনা মঙ্গলবার অনুষ্ঠিত আরব শীর্ষ সম্মেলনে মুসলিম বিশ্বের নেতাদের সামনে তুলে ধরা হবে। মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, এই পরিকল্পনার সফল বাস্তবায়নে আরব রাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন ও তহবিল প্রয়োজন।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, ‘গাজা পুনর্গঠনের পরিকল্পনাটি প্রস্তুত। বিদেশি কোনো পক্ষের সামনে তা উপস্থাপনের আগে আরব রাষ্ট্রগুলোকে দেখাতে চাই। এজন্য আরব শীর্ষ সম্মেলনের জন্য অপেক্ষা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর নিয়েও শীর্ষ সম্মেলনে তুলে ধরা হবে। গাজায় শান্তি প্রতিষ্ঠায় সব ধরনের চেষ্টা করে যাচ্ছে মিশর।’

রমজানের শুরুতেই মানবিক সহায়তার ট্রাক আটকে দেয়ায় ইসরাইলের প্রতি কড়া নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন দেশ। যদিও, ইসরাইলের যুক্তি গাজার ত্রাণ সামগ্রী হামাস চুরি করে, তাই ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এদিকে, চরম খাদ্য ও মানবিক সহায়তার সংকটে দুর্ভিক্ষের মুখে পড়তে যাচ্ছে গাজাবাসী।

রোজার মধ্যে গাজায় যুদ্ধবিরতি বহাল রাখতে মার্কিন পরিকল্পনার বিষয়ে সম্মত হয়েছে ইসরাইল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, প্রথম ধাপে ৩৩ জন ইসরাইলি জিম্মির মুক্তির ব্যাপারে অসামান্য অবদান রেখেছেন ট্রাম্প।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘অস্থায়ী যুদ্ধবিরতি ৫০ দিন বাড়ানোর মার্কিন পরিকল্পনার বিষয়ে ইসরাইল একমত। এই সময়ের মধ্যে গাজা যুদ্ধের অবসান ও স্থায়ী যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করা হবে। তবে শর্ত অনুযায়ী ৫০ শতাংশ জিম্মিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বাকি অর্ধেক মুক্তি পাবে স্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছালে। তবে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। স্থায়ী যুদ্ধবিরতির জন্য তাদের দাবি অগ্রহণযোগ্য।’

এদিকে, সব জিম্মিকে অবিলম্বে মুক্তির দাবিতে জেরুজালেমে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত ইসরাইলি। জিম্মিদের ফিরিয়ে আনতে একটি চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত সড়কে অবস্থানের ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হলেও দ্বিতীয় ধাপ নিয়ে চলছে টালবাহানা। হামাস-ইসরাইলের পাল্টাপাল্টি অভিযোগে এখনও তা ঝুলে আছে। গাজা সীমান্তের কাছে ধীরে ধীরে জড়ো করা হচ্ছে ইসরাইলি সামরিক যান। যা যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরও অনিশ্চয়তার মুখে ফেলে দিচ্ছে।