০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
‘জুনের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব’

অর্ন্তবর্তী সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ সোমবার (০৩ মার্চ) ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশের প্রতিনিধিদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, নির্বাচন ছাড়া যত দিন যাচ্ছে ততই নানা ধরনের সংকট তৈরি হচ্ছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে তাদের সহযোগিতার বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হচ্ছে।
তাই অতিদ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে নির্বাচন দেয়ার আহ্বান জানান বিএনপির নীতিনির্ধারক ফোরামের এই নেতা।