০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মাদক মামলায় খালাস পেলেন চিকিৎসক ঈশিতা

অনলাইন ডেস্ক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে খালাস দিয়েছেন আদালত। আজ (সোমবার, ৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী শেখ কানিজ ফাতেমা এ তথ্য জানিয়েছেন।

এদিন চিকিৎসক ঈশিতা আদালতে উপস্থিত ছিলেন।

তার উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে খালাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ঈশিতা। এসময় তিনি বলেন, ‘যতই মিথ্যা মামলা দেওয়া হোক, সত্য একদিন উন্মোচন হবেই। এটাই প্রমাণিত হয়েছে।’

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে ডা. ঈশিতাকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে পরদিন ২ আগস্ট ভুয়া পরিচয় দেওয়া, মাদক ব্যবসা, সার্টিফিকেট জালিয়াতিসহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে রাজধানীর শাহআলী থানায় তিনটি মামলা করা হয়। গ্রেপ্তারের ১৪ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান ঈশিতা।

এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ডা. ইশরাতকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনাল।

ওই রায়ের বিরুদ্ধে ২০২৩ সালের ২২ নভেম্বর আপিল করা হয় হাইকোর্টে।

ওই আপিলের শুনানি নিয়ে গত বছরের ২৯ মে হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ তাকে খালাস দিয়ে এ রায় ঘোষণা করেন। ডা. ঈশিতার বিরুদ্ধে আরো একটি মামলা এখনো চলমান।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
৯৪ জন দেখেছেন

মাদক মামলায় খালাস পেলেন চিকিৎসক ঈশিতা

আপডেট : ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে খালাস দিয়েছেন আদালত। আজ (সোমবার, ৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী শেখ কানিজ ফাতেমা এ তথ্য জানিয়েছেন।

এদিন চিকিৎসক ঈশিতা আদালতে উপস্থিত ছিলেন।

তার উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে খালাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ঈশিতা। এসময় তিনি বলেন, ‘যতই মিথ্যা মামলা দেওয়া হোক, সত্য একদিন উন্মোচন হবেই। এটাই প্রমাণিত হয়েছে।’

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে ডা. ঈশিতাকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে পরদিন ২ আগস্ট ভুয়া পরিচয় দেওয়া, মাদক ব্যবসা, সার্টিফিকেট জালিয়াতিসহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে রাজধানীর শাহআলী থানায় তিনটি মামলা করা হয়। গ্রেপ্তারের ১৪ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান ঈশিতা।

এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ডা. ইশরাতকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাইবার ট্রাইব্যুনাল।

ওই রায়ের বিরুদ্ধে ২০২৩ সালের ২২ নভেম্বর আপিল করা হয় হাইকোর্টে।

ওই আপিলের শুনানি নিয়ে গত বছরের ২৯ মে হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ তাকে খালাস দিয়ে এ রায় ঘোষণা করেন। ডা. ঈশিতার বিরুদ্ধে আরো একটি মামলা এখনো চলমান।