১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ নিয়োগ নিয়ে দীর্ঘ বিতর্কের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) তিনি তার পদত্যাগপত্র পোস্ট করেন।

পদত্যাগপত্রে জারিফ উল্লেখ করেন, গত ছয় মাস ধরে তাকে ও তার পরিবারকে জঘন্য আক্রমণের শিকার হতে হয়েছে। তিনি জানান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই তাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন। দেশের চলমান পরিস্থিতিতে সরকারের ওপর অতিরিক্ত চাপ এড়াতে তাকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে।

জারিফ আরও লেখেন, তার পদত্যাগের মাধ্যমে জনগণের ইচ্ছা ও সরকারের সফলতার পথে বাধা দূর হবে বলে তিনি আশা করেন। তিনি সংস্কারপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত এবং নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষে ভোট চেয়েছিলেন। পরবর্তীতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান তাকে সরকারের কৌশলগত পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেন।

উল্লেখ্য, জাভেদ জারিফ ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ২০১৫ সালের পরমাণু চুক্তিতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। তার ৪০ বছরের রাজনৈতিক জীবনের মধ্যে গত ছয় মাসকে তিনি ‘সবচেয়ে তিক্ত’ সময় হিসেবে উল্লেখ করেছেন।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০১:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
৮৯ জন দেখেছেন

পদত্যাগ করলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট

আপডেট : ০১:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ নিয়োগ নিয়ে দীর্ঘ বিতর্কের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) তিনি তার পদত্যাগপত্র পোস্ট করেন।

পদত্যাগপত্রে জারিফ উল্লেখ করেন, গত ছয় মাস ধরে তাকে ও তার পরিবারকে জঘন্য আক্রমণের শিকার হতে হয়েছে। তিনি জানান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই তাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন। দেশের চলমান পরিস্থিতিতে সরকারের ওপর অতিরিক্ত চাপ এড়াতে তাকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে।

জারিফ আরও লেখেন, তার পদত্যাগের মাধ্যমে জনগণের ইচ্ছা ও সরকারের সফলতার পথে বাধা দূর হবে বলে তিনি আশা করেন। তিনি সংস্কারপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত এবং নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষে ভোট চেয়েছিলেন। পরবর্তীতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান তাকে সরকারের কৌশলগত পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেন।

উল্লেখ্য, জাভেদ জারিফ ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ২০১৫ সালের পরমাণু চুক্তিতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। তার ৪০ বছরের রাজনৈতিক জীবনের মধ্যে গত ছয় মাসকে তিনি ‘সবচেয়ে তিক্ত’ সময় হিসেবে উল্লেখ করেছেন।