ফরিদপুরে দুই গ্রুপের ঠিকাদারের ধাওয়া পাল্টা ধাওয়া : আহত ৩

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার হাট বাজার ইজারা নিয়ে রোববার ( ২ মার্চ) দুই গ্রুপ ঠিকাদারের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় তিনজন আহত হয়েছে। আহতদের নগরকান্দা হাসপাতালে দুইজন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজনকে ভর্তি করা হয়েছে। আহতরা এখন ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান আহত আবীর ।
সোমবার (৩ মার্চ) আহত আবীর জানান , নগরকান্দায় হাট বাজারের সাত গ্রুপের টেন্ডার আহবান করেন স্থানীয় সরকার বিভাগ। এতে আমরা অংশ গ্রহণ করে ফরিদপুর সদর থেকে টেন্ডার ড্রপ করি ২৬ শে ফেব্রুয়ারী। অপর গ্রুপটি টেন্ডার ড্রপ করেন নগরকান্দা উপজেলা সদরে। উক্ত ড্রপিংয়ের মাধ্যমে আমরা কয়েকটি গ্রুপের কাজ পাই।
এতে ক্ষুব্ধ হয়ে অপর গ্রুপের ঠিকাদার হাফিজ, নুরুল ইসলাম, জামাল গংয়েরা নগরকান্দা পৌরসভার সামনে আমাদের উপর হামলা চালায়। ঐ হামলায় ঘটনাস্থলে আমি , রিমন ও কলিমউদ্দিন মোল্লা আহত হই। এলাকাবাসি এসে আমাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদুইজনকে নগরকান্দা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় । আমরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছি।
সোমবার হামলার বিষয়ে ঠিকাদার জামাল জানান , আমরা আবীর গংদের উপর কোন হামলা করি নাই । উক্ত ঘটনার সময় আমি ফরিদপুর শহরে ছিলাম কিন্তু ঘটনাস্থলে ছিলাম না।
বাখ//আর