হাসপাতালে রোগীর আত্মীয় স্বজনের সেহেরীর ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে যুবদল নেতা রুম

পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে রুগীদের সাথে থাকা রোজাদার এটেডেন্টদের জন্য সেহেরির ব্যবস্থা করে এক ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছেন পটুয়াখালী পৌরসভার সাবেক কাউন্সিলর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমী।
গতরাতে প্রায় তিনি ২০০ প্রায় ’শ এটেনডেন্টদের জন্য সেহেরীরর খাবার নিয়ে রাত পৌনে তিনটায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। হাসপাতাল এলাকায় রাতের বেলা খাবার হোটেল গুলি বন্ধ থাকায় রুগীদের সাথে থাকা এটেনডেন্টদের এটি একটি বিরাট চমক হিসেবে পাওনা হয়। এ সময় রুগীদের সাথে থাকা এটেনডেন্টরা জানান আমরা প্রস্তুতি নিয়েছিলাম রুটি,কলা খেয়ে রোজা রাখবো,এবং আমরা তা কিনেও রেখে ছিলাম । হঠাৎ করে রাত তিনটার দিকে আমাদের ঘুম থেকে ডেকে উঠানো হয়,যে যারা রোজা রাখবেন তাদের জন্য সেহেরীর ব্যবস্থা করা হয়েছে ।
এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান রুমি জানান,মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।দূর-দূরান্ত থাকা আসা রুগীদের এটেনডেন্টদের রোজা রাখতে গিয়ে খাবারের জন্য কষ্ট করতে হয়। রাতের বেলা খাবার হোটেল গুলি বন্ধ থাকে ,রোজাদারদের কলা, রুটি খেয়ে রোজা রাখতে হয়। গতকাল রাতে আমরা ভ্যানগাড়ীতে করে ভাত, মুরগীর মাংস, ডাল ,তরকারীর নিয়ে হাসপাতালে গিয়ে যারা রোজা রাখবেন তাদের খাবারের ব্যবস্থা করেছি। আমাদের এই উদ্যোগ সারা রমজান জুড়েই থাকবে।
বাখ//আর