১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় বন্যা, আশ্রয় কেন্দ্রে কয়েক হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার রাজাধানী জাকার্তা। বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ৩ মিটারের সমপরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনো থেমে থেমে চলছে বর্ষণ। বৃষ্টিপাতের কারণে জাকার্তার বেশ কয়েকটি সড়ক এবং এক হাজারেরও বেশি ঘর-বাড়ি ডুবে গেছে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর।

অনেক এলাকায় শুরু হয়েছে বিদ্যুৎ সংকট। ঘর-বাড়ির পাশাপাশি অনেক এলাকায় ডুবে গেছে হাসপাতালসহ অন্যান্য জরুরি পরিষেবাকেন্দ্রও।

উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যার পানিতে প্লাবিত বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে রাবারের তৈরি নৌকা ব্যবহার করছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা।

জাকার্তার গভর্নর প্রামোনো আনুং সেখানে দ্বিতীয় সর্বোচ্চ বিপদ সংকেত জারি করেছেন। বিভিন্ন এলাকায় জমে থাকা পানি পাম্প মেশিনের মাধ্যমে অপসারণের নির্দেশ দিয়েছেন গভর্নর।

গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১১ মার্চ পর্যন্ত থেমে থেমে অথবা টানা ভারী বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে রাজধানী ও আশপাশের এলাকাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০১:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
৭৩ জন দেখেছেন

ইন্দোনেশিয়ায় বন্যা, আশ্রয় কেন্দ্রে কয়েক হাজার মানুষ

আপডেট : ০১:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার রাজাধানী জাকার্তা। বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ৩ মিটারের সমপরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনো থেমে থেমে চলছে বর্ষণ। বৃষ্টিপাতের কারণে জাকার্তার বেশ কয়েকটি সড়ক এবং এক হাজারেরও বেশি ঘর-বাড়ি ডুবে গেছে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর।

অনেক এলাকায় শুরু হয়েছে বিদ্যুৎ সংকট। ঘর-বাড়ির পাশাপাশি অনেক এলাকায় ডুবে গেছে হাসপাতালসহ অন্যান্য জরুরি পরিষেবাকেন্দ্রও।

উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যার পানিতে প্লাবিত বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে রাবারের তৈরি নৌকা ব্যবহার করছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা।

জাকার্তার গভর্নর প্রামোনো আনুং সেখানে দ্বিতীয় সর্বোচ্চ বিপদ সংকেত জারি করেছেন। বিভিন্ন এলাকায় জমে থাকা পানি পাম্প মেশিনের মাধ্যমে অপসারণের নির্দেশ দিয়েছেন গভর্নর।

গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১১ মার্চ পর্যন্ত থেমে থেমে অথবা টানা ভারী বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে রাজধানী ও আশপাশের এলাকাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।