০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মহিপুরে ব্র্যাক এনজিওর শস্য ভান্ডারে দুর্ধর্ষ চুরি, দেড় লক্ষ টাকার মালামাল লোপাট

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুর থানার বিপিনপুর গ্রামে ব্র্যাক এনজিও পরিচালিত শস্য ভান্ডারে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র শস্য ভান্ডারের নিরাপত্তা ক্যামেরা, মনিটর, হার্ডডিস্ক, ফ্যান, আইপিএস সেটসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ শস্য ভান্ডারে কৃষকরা বিনামূল্যে শস্য সংরক্ষণ করতে পারেন এবং প্রয়োজনে তা বাজারে বিক্রি করে থাকেন। এটি একসঙ্গে প্রায় ৪০ টন শস্য সংরক্ষণে সক্ষম।

ব্র্যাকের মহিপুর ব্রাঞ্চের প্রজেক্ট ম্যানেজার মো: জাফর আহমেদ বলেন, “আমাদের বেশ কিছু মালামাল চুরি হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা। আমরা মহিপুর থানায় অভিযোগ দায়ের করেছি।

এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা শস্য ভান্ডারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
১৬১ জন দেখেছেন

মহিপুরে ব্র্যাক এনজিওর শস্য ভান্ডারে দুর্ধর্ষ চুরি, দেড় লক্ষ টাকার মালামাল লোপাট

আপডেট : ০৩:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

পটুয়াখালীর মহিপুর থানার বিপিনপুর গ্রামে ব্র্যাক এনজিও পরিচালিত শস্য ভান্ডারে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র শস্য ভান্ডারের নিরাপত্তা ক্যামেরা, মনিটর, হার্ডডিস্ক, ফ্যান, আইপিএস সেটসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ শস্য ভান্ডারে কৃষকরা বিনামূল্যে শস্য সংরক্ষণ করতে পারেন এবং প্রয়োজনে তা বাজারে বিক্রি করে থাকেন। এটি একসঙ্গে প্রায় ৪০ টন শস্য সংরক্ষণে সক্ষম।

ব্র্যাকের মহিপুর ব্রাঞ্চের প্রজেক্ট ম্যানেজার মো: জাফর আহমেদ বলেন, “আমাদের বেশ কিছু মালামাল চুরি হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা। আমরা মহিপুর থানায় অভিযোগ দায়ের করেছি।

এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা শস্য ভান্ডারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাখ//আর