০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
মাগুরার শালিখা উপজেলা সহকারী কমিশনার ভূমি’র হস্তক্ষেপে বাল্য বিয়ের বন্ধ

মাগুরার শালিখা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনীষা রানী কর্মকারের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে মুক্তি পেল এক কিশোরী। উপজেলার ধাওখালী গ্রামের মৃত ভূপতি বিশ্বাসের মেয়ে রিনা বিশ্বাস আজ বিয়ে হওয়ার কথা ছিল।
এ খবরে শালিখা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনীষা রানী কর্মকার,ধনেশ্বর কাছে ইউনিয়ন ভুমি কর্মকর্তা ও তার অফিস স্টাফ,চৌকিদার ও দফাদার নিয়ে মেয়ের বাড়ী উপস্থিত হয়ে তার জন্ম সনদ পর্যবেক্ষণ করেন। রিনা বিশ্বাসের জন্ম ১১ নভেম্বর ২০০৭। সেই হিসাবে তার বষয় হয়েছে ১৭ বছর ৩ মাস। তার মা ষষ্ঠী রানী বিশ্বাস ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ে বিয়ে দেবেন না বলে অঙ্গিকার করে মুক্তি পান।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ কুমুদ রঞ্জন বিশ্বাস, ইউ.এল.এ.ও মোঃনাজি উদ্দিন,রাজকুমার, মনোরনজন বিশ্বাস প্রমুখ।
বাখ//আর