০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের কয়েকটি দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ওকলাহোমায় আঘাত হেনেছে টর্নেডো, নিউ মেক্সিকো পড়েছে ধুলিঝড়ের কবলে। অস্ট্রেলিয়ায় আঘাত হানতে যাচ্ছে সাইক্লোন আলফ্রেড। ইন্দোনেশিয়ায় অতিরিক্ত বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত স্পেনও।

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ধেয়ে আসছে মৌসুমী সাইক্লোন ‘আলফ্রেড’। আবহাওয়াবিদদের আশঙ্কা শক্তিশালী এই সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হতে পারেন কুইন্সল্যান্ড আর নিউ সাউথ ওয়েলসের লাখ লাখ বাসিন্দা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র। স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার নাগাদ ক্যাটাগরি টু সাইক্লোনে পরিণত হয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে আলফ্রেড। কয়েকটি অঞ্চলে ৮০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ক্ষয়ক্ষতি এড়াতে বালির বস্তা ফেলে প্রস্তুতি নিচ্ছে উপকূলবাসী।

এদিকে শক্তিশালী ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের লুইসভিল শহরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। ওকলাহোমায় টর্নেডোর আঘাতে উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন ও রাস্তাঘাট। এছাড়াও, নিউ মেক্সিকোতে ধূলিঝড়ে যানবাহন চলাচলের সময় বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এসময় দৃষ্টিসীমা প্রায় শূন্যের কাছাকাছি চলে আসায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

ইন্দোনেশিয়ায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় জাভা প্রদেশের বেকাসি শহরে বন্যার পানিতে আটকা পড়েছেন বহু বাসিন্দা। আগামী সপ্তাহেও এই অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে, জাকার্তার মধ্যাঞ্চল ও আশপাশে বৃষ্টিতে তলিয়ে গেছে এক হাজারের বেশি বসতবাড়ি ও বহু যানবাহন।

স্পেনের ক্যানারি দ্বীপেও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। গ্র্যান ক্যানারিয়া ভাসছে বন্যার পানিতে। পানির প্রবল স্রোতের তোড়ে ভেসে গেছে বহু যানবাহন।

এছাড়াও তাইওয়ানে ক্যামেরায় ধরা পড়েছে বজ্রপাতের ভয়ঙ্কর দৃশ্য। তাইপের ওয়ার্ল্ড ফিন্যান্সিয়াল সেন্টার হিসেবে পরিচিত ১০১ তলা ভবন তাইপে ওয়ান জিরো ওয়ান এর ওপর ধরা পড়েছে বজ্রপাতের চোখ ধাঁধানো দৃশ্য। সেইসঙ্গে অঞ্চলটিতে প্রবল ঝড় ও বৃষ্টিপাতের পূর্বাভাসও দেয়া হয়েছে।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ১২:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
৯০ জন দেখেছেন

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের কয়েকটি দেশ

আপডেট : ১২:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ওকলাহোমায় আঘাত হেনেছে টর্নেডো, নিউ মেক্সিকো পড়েছে ধুলিঝড়ের কবলে। অস্ট্রেলিয়ায় আঘাত হানতে যাচ্ছে সাইক্লোন আলফ্রেড। ইন্দোনেশিয়ায় অতিরিক্ত বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত স্পেনও।

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ধেয়ে আসছে মৌসুমী সাইক্লোন ‘আলফ্রেড’। আবহাওয়াবিদদের আশঙ্কা শক্তিশালী এই সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হতে পারেন কুইন্সল্যান্ড আর নিউ সাউথ ওয়েলসের লাখ লাখ বাসিন্দা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র। স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার নাগাদ ক্যাটাগরি টু সাইক্লোনে পরিণত হয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে আলফ্রেড। কয়েকটি অঞ্চলে ৮০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ক্ষয়ক্ষতি এড়াতে বালির বস্তা ফেলে প্রস্তুতি নিচ্ছে উপকূলবাসী।

এদিকে শক্তিশালী ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের লুইসভিল শহরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। ওকলাহোমায় টর্নেডোর আঘাতে উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন ও রাস্তাঘাট। এছাড়াও, নিউ মেক্সিকোতে ধূলিঝড়ে যানবাহন চলাচলের সময় বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এসময় দৃষ্টিসীমা প্রায় শূন্যের কাছাকাছি চলে আসায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

ইন্দোনেশিয়ায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় জাভা প্রদেশের বেকাসি শহরে বন্যার পানিতে আটকা পড়েছেন বহু বাসিন্দা। আগামী সপ্তাহেও এই অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে, জাকার্তার মধ্যাঞ্চল ও আশপাশে বৃষ্টিতে তলিয়ে গেছে এক হাজারের বেশি বসতবাড়ি ও বহু যানবাহন।

স্পেনের ক্যানারি দ্বীপেও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। গ্র্যান ক্যানারিয়া ভাসছে বন্যার পানিতে। পানির প্রবল স্রোতের তোড়ে ভেসে গেছে বহু যানবাহন।

এছাড়াও তাইওয়ানে ক্যামেরায় ধরা পড়েছে বজ্রপাতের ভয়ঙ্কর দৃশ্য। তাইপের ওয়ার্ল্ড ফিন্যান্সিয়াল সেন্টার হিসেবে পরিচিত ১০১ তলা ভবন তাইপে ওয়ান জিরো ওয়ান এর ওপর ধরা পড়েছে বজ্রপাতের চোখ ধাঁধানো দৃশ্য। সেইসঙ্গে অঞ্চলটিতে প্রবল ঝড় ও বৃষ্টিপাতের পূর্বাভাসও দেয়া হয়েছে।