প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৪:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৯:০৮ পি.এম
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১৪ হাজার টাকা জরিমানা

হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযানে ৮ মামলায় মোট ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর ইউনিয়নে সরকার হাট বাজার, পৌরসভা কাচারী সড়ক, বাসষ্টেষন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান। অভিযানে সহযোগিতা করেন উপজেলা সহ:কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমীন।
প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এ সময় দোকানের পূণ্যের অতিরিক্ত মুল্যে বৃদ্ধি ও মেয়াদ উত্তীর্ণ মালামাল সহ ওজনে কম দেওয়া সহ, সড়কের পার্শ্বে ফুটপাতের দোকান দেওয়ার কারনে এই অভিযান চালিয়ে গেছেন। তবে সাধারন মানুষ বলেন মুল সড়কের উপর পূণ্য বিক্রি ও দোকানের সামনে দোকান বসিয়ে জন চলাচলের ফুটপাত বন্দ করে জন চলাচলের অসুবিধা সৃষ্টি করেছে এসব ভাসমান ব্যবসায়ীরা।
যার ফলে ক্রেতা সাধারণ এসব ভাসমান দোকান থেকে পূণ্য ক্রয় করতে মানুষ দাঁড়ালে একেবারে রাস্তার উপর চলে আসে ক্রেতা সাধারণ ও কাস্টমাররা এতে করে জন চলাচলের সময় নারি পুরুষ শরীরে ধাক্কাধাক্কি করে চলাচল করতে হচ্ছে। সুশিল সমাজ মনে করে প্রসাশন আগে সড়কের উপর বসে যারা ভাসমান দোকান দিয়ে মুল সড়ক দখল করে আছে আর যে সব দোকানীরা দোকানের সামনে দোকান দিয়ে পথচারি দের চলাচলের বিঘ্ন সৃষ্টি করছে এসব দোকানিদেরকে একেবারে সড়কের উপর থেকে তুলে দিয়ে মূল সড়ক পরিষ্কার পরিচ্ছন্ন করে যান চলাচলের ও জন চলাচলের এবং জননিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন। তারা আশা করেন ২/১ দিনের মধ্যে এসব পদক্ষেপ দ্রুত গ্রহন করে হাটহাজারী কে যানজট মুক্ত করবেন।
বাখ//এস
সম্পাদক ও প্রকাশক
মানিক কুমার সরকার
banglakhaborbd.com