১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

৮ জন বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

অনলাইন ডেস্ক

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ জন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। এর মধ্যে আটজনের নাম জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আজ (বৃহস্পতিবার, ৬ মার্চ) এ তথ্য জানা গেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমর, স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)।

প্রকাশিত নামের মধ্যে বদরুদ্দীন উমর ছাড়া বাকি সবাই প্রয়াত। অর্থাৎ তাদেরকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে মারা যান। তাকে স্বাধীনতা পুরস্কারে মনোনীত করার বিষয়টি গণমাধ্যমের কাছে জানিয়েছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৮:৫৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
৭৮ জন দেখেছেন

৮ জন বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

আপডেট : ০৮:৫৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ জন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। এর মধ্যে আটজনের নাম জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আজ (বৃহস্পতিবার, ৬ মার্চ) এ তথ্য জানা গেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, লেখক ও ইতিহাসবিদ বদরুদ্দীন উমর, স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)।

প্রকাশিত নামের মধ্যে বদরুদ্দীন উমর ছাড়া বাকি সবাই প্রয়াত। অর্থাৎ তাদেরকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে মারা যান। তাকে স্বাধীনতা পুরস্কারে মনোনীত করার বিষয়টি গণমাধ্যমের কাছে জানিয়েছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।