কাজীপুরে যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজীপুরে ইউসুফ আলী স্বপন (৪০) নামের এক যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার চরাঞ্চলের তারাকান্দি গ্রামের বাথানবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইউসুফ আলী স্বপন উপজেলার বীর শুভগাছা গ্ৰামের ইমান আলী খাঁনের ছেলে। তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহ ফুলে গেছে, মাথার চুল উঠে যাচ্ছে ও মুখ বিকৃত হয়ে গেছে। বাথান বাড়িটি যমুনা নদীর দূর্গম ও নির্জন চরাঞ্চলে এবং এর আশেপাশে প্রায় এক বর্গ মাইলের মধ্যে কোনো বসতি নেই।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত একমাস ধরে ওই বাথান বাড়িতে বন্ধু সারজিল সম্পদের গরু, ছাগল ও ঘোড়া দেখা শোনা করতেন স্বপন। প্রতি বুধবার বাড়িতে এসে পরিবারের জন্য হাট-বাজার করে দিয়ে আবারও বাথানে যেতেন। গত বুধবার থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ ছিল।
স্বপনের স্ত্রী বলেন, ‘আমার স্বামী ইউনিয়ন যুবলীগের নেতা ছিলো। গত একমাস ধরে সে একাই ওই দূর্গম চরে বাথান দেখাশোনা করতো। তাকে কেউ মেরে রেখেছে। আমি এর সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চাই।’
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘লাশ অনেকটাই পঁচে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’
বাখ//আর