০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বর নয়, জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব: রিজভী

অনলাইন ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন ঠিক মতো কাজ করলে ডিসেম্বর নয়, জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব। আজ শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর ভুবন-মোহন পার্কে আমরা বিএনপি পরিবার আয়োজিত চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনা আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও দোয়া কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণপরিষদের নামে জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। সংবিধান সংশোধন করলেই সব ঠিক হয়ে যাবে। সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই। আগে জাতীয় সংসদ নির্বাচন তারপর স্থানীয় সরকার নির্বাচন। সংবিধান বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে নির্বাচিত সরকার নেবে।

বাংলাদেশ নিয়ে ভারত-আমেরিকার আলোচনা প্রসঙ্গে রিজভী বলেন, ‘বাংলাদেশকে নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন? ভারত এখন শেখ হাসিনার দোসরদের বাগানবাড়িতে পরিণত হয়েছে। ভারতের সব অপকর্ম শেখ হাসিনা মেনে নিতেন। বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্ত ভারত-বাংলাদেশ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মারলেও হাসিনা সরকার নীরব থাকত। ভারত মনে করত হাসিনা তাদের একজন বিশ্বস্ত, অনুগত।’

বিএনপির এই নেতা বলেন, হিটলার-মুসোলিনি ফ্যাসিস্ট হলেও শেখ হাসিনার মত লুটেরা ছিল না। তারা দেশ প্রেমিক ছিলেন আর শেখ হাসিনা হলো দস্যু দলের সর্দারনী।

আমরা বিএনপি পরিবার আয়োজিত এই অনুষ্ঠানে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলার শহীদ পরিবার ও আহতদের সম্মাননা জানানো হয়।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
৮৫ জন দেখেছেন

ডিসেম্বর নয়, জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব: রিজভী

আপডেট : ০৩:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন ঠিক মতো কাজ করলে ডিসেম্বর নয়, জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব। আজ শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর ভুবন-মোহন পার্কে আমরা বিএনপি পরিবার আয়োজিত চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনা আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও দোয়া কামনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণপরিষদের নামে জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। সংবিধান সংশোধন করলেই সব ঠিক হয়ে যাবে। সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই। আগে জাতীয় সংসদ নির্বাচন তারপর স্থানীয় সরকার নির্বাচন। সংবিধান বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে নির্বাচিত সরকার নেবে।

বাংলাদেশ নিয়ে ভারত-আমেরিকার আলোচনা প্রসঙ্গে রিজভী বলেন, ‘বাংলাদেশকে নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন? ভারত এখন শেখ হাসিনার দোসরদের বাগানবাড়িতে পরিণত হয়েছে। ভারতের সব অপকর্ম শেখ হাসিনা মেনে নিতেন। বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্ত ভারত-বাংলাদেশ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মারলেও হাসিনা সরকার নীরব থাকত। ভারত মনে করত হাসিনা তাদের একজন বিশ্বস্ত, অনুগত।’

বিএনপির এই নেতা বলেন, হিটলার-মুসোলিনি ফ্যাসিস্ট হলেও শেখ হাসিনার মত লুটেরা ছিল না। তারা দেশ প্রেমিক ছিলেন আর শেখ হাসিনা হলো দস্যু দলের সর্দারনী।

আমরা বিএনপি পরিবার আয়োজিত এই অনুষ্ঠানে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলার শহীদ পরিবার ও আহতদের সম্মাননা জানানো হয়।