০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাফুফের ওপর ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফার আর্থিক অনুদানের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। তিনি জানান, আর্থিক বিষয়ে স্বচ্ছতার কারণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
২০১৮ সাল থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে বাফুফের ক্রয়, বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার কারণেই আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
প্রত্যাশিত সময়ের এক সপ্তাহ আগে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে বলেও জানান বাফুফের কর্মকর্তারা।