খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তেহরানের সঙ্গে পারমাণবিক অস্ত্র কর্মসূচির একটি চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পারমাণবিক কর্মসূচির কারণে ইরানে আঘাত হানতে চায় না যুক্তরাষ্ট্র। তাই আলোচনাই তেহরানের জন্য ভালো হবে। না হলে, ইরানকে আরেকটি পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দিতে সামরিক শক্তি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র।
শিগগিরিই খামেনি তাঁর সঙ্গে আলোচনায় বসবেন বলেও সাক্ষাৎকারে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে ইরান ট্রাম্পের কোন চিঠি পায়নি বলে জানিয়েছে জাতিসংঘে ইরানের মিশন। এ বিষয়ে কোন মন্তব্য করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে, ইসরায়েলের হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, সামরিকভাবে তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যাবে না। কোন চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না তারা।