০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অধিকার সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা বেগম, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা রিতা রায় প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী কার্য্যালয়ের কর্মকর্তা কর্মচারী,এনজিও কর্মী, শিক্ষার্থী ও গণ-মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
বাখ//আর