০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে অমরখানা ইউনিয়নে ভিতরগড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি যুবকের নাম আল আমিন (৩৮)। তিনি একই উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়ার সুরুজ আলীর ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে আল আমিনসহ কয়েক যুবক নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন অমরখানা ইউনিয়নে ভিতরগড় এলাকায় মেইন পিলার ৭৪৪ এর ৭ নম্বর সাব পিলারের দিকে ভারতীয় ওই সীমান্তে গরু আনতে যায়। এ সময় তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলে থাকা সদস্যরা তাদের গুলি করে। পরে শনিবার সকালে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে আবালুপাড়া নামক স্থানে মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, নিহত যুবকের মরদেহ হস্তান্তরের জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
৮০ জন দেখেছেন

বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

আপডেট : ০৩:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে অমরখানা ইউনিয়নে ভিতরগড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি যুবকের নাম আল আমিন (৩৮)। তিনি একই উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়ার সুরুজ আলীর ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে আল আমিনসহ কয়েক যুবক নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন অমরখানা ইউনিয়নে ভিতরগড় এলাকায় মেইন পিলার ৭৪৪ এর ৭ নম্বর সাব পিলারের দিকে ভারতীয় ওই সীমান্তে গরু আনতে যায়। এ সময় তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলে থাকা সদস্যরা তাদের গুলি করে। পরে শনিবার সকালে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে আবালুপাড়া নামক স্থানে মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, নিহত যুবকের মরদেহ হস্তান্তরের জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।