০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মাদারগঞ্জে চাঁদা দাবীর ভাইরাল অডিও সুপার এডিট করা বলে দাবী করলেন বিএনপি নেতা ও প্রকৌশলী

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে সুপার এডিট করে চাঁদা দাবীর অডিও কথপোকথন ভাইরালের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা ও প্রকৌশলী। শনিবার দুপুরে মাদারগঞ্জ স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই দাবী করেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম স্বপন ও প্রকৌশলী আবির হোসেন।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা লিখিত বক্তব্যে বলেন, আমি আসন্ন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নিজেকে সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা করি। এরপর থেকেই একটি কুচক্রি মহল রাজনৈতিকভাবে হেয় করতে আমার সুনাম ক্ষুন্ন করার জন্য অপচেষ্টা চালানো শুরু করে। একটি ঠিকাদারী কাজের জন্য ১০ শতাংশ টাকা চাঁদা দাবী করে মাদারগঞ্জ এলজিইডির প্রকৌশলী আবির হোসেনের সাথে আমার কথপোকথনের একটি ভূয়া অডিও সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

পরবর্তীতে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। আমি কোনো চাঁদা দাবির সঙ্গে জড়িত নই এবং এই বিষয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ভূয়া অডিও তৈরি করে আমার নামে অপপ্রচার চালানো হয়েছে, যা এক ধরনের ডিজিটাল প্রতারণা। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করছি। মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে এলজিইডির (প্রভাতী প্রকল্প) প্রকৌশলী আবির হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে যে অডিও কথপোকথন ছড়ানো হয়েছে তা আমার নয়। আমার সঙ্গে এ ধরনের কোনো চাঁদা দাবির ঘটনা ঘটেনি। এই ভুয়া তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা দু:খজনক। তিনি আরও বলেন, আমি সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি। আমার সঙ্গে এ ধরনের কোনো লেনদেনের প্রসঙ্গই আসে না। যারা সুপার এডিট করে এই মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম স্বপন এলজিইডির প্রকৌশলী আবির হোসেনের কাছে ঠিকাদারী কাজের জন্য ১০ শতাংশ চাঁদা দাবীর একটি অডিও ভাইরাল হয়।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
৯১ জন দেখেছেন

মাদারগঞ্জে চাঁদা দাবীর ভাইরাল অডিও সুপার এডিট করা বলে দাবী করলেন বিএনপি নেতা ও প্রকৌশলী

আপডেট : ০৩:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

জামালপুরের মাদারগঞ্জে সুপার এডিট করে চাঁদা দাবীর অডিও কথপোকথন ভাইরালের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা ও প্রকৌশলী। শনিবার দুপুরে মাদারগঞ্জ স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই দাবী করেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম স্বপন ও প্রকৌশলী আবির হোসেন।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা লিখিত বক্তব্যে বলেন, আমি আসন্ন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নিজেকে সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা করি। এরপর থেকেই একটি কুচক্রি মহল রাজনৈতিকভাবে হেয় করতে আমার সুনাম ক্ষুন্ন করার জন্য অপচেষ্টা চালানো শুরু করে। একটি ঠিকাদারী কাজের জন্য ১০ শতাংশ টাকা চাঁদা দাবী করে মাদারগঞ্জ এলজিইডির প্রকৌশলী আবির হোসেনের সাথে আমার কথপোকথনের একটি ভূয়া অডিও সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

পরবর্তীতে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। আমি কোনো চাঁদা দাবির সঙ্গে জড়িত নই এবং এই বিষয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ভূয়া অডিও তৈরি করে আমার নামে অপপ্রচার চালানো হয়েছে, যা এক ধরনের ডিজিটাল প্রতারণা। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করছি। মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে এলজিইডির (প্রভাতী প্রকল্প) প্রকৌশলী আবির হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে যে অডিও কথপোকথন ছড়ানো হয়েছে তা আমার নয়। আমার সঙ্গে এ ধরনের কোনো চাঁদা দাবির ঘটনা ঘটেনি। এই ভুয়া তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা দু:খজনক। তিনি আরও বলেন, আমি সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি। আমার সঙ্গে এ ধরনের কোনো লেনদেনের প্রসঙ্গই আসে না। যারা সুপার এডিট করে এই মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম স্বপন এলজিইডির প্রকৌশলী আবির হোসেনের কাছে ঠিকাদারী কাজের জন্য ১০ শতাংশ চাঁদা দাবীর একটি অডিও ভাইরাল হয়।

বাখ//আর