রাউজানে মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্টানে নগদ অনুদান

রাউজান উত্তর সর্তা সমিতি (রাউস) এর পক্ষ থেকে মাদ্রাসা সহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যাকাত ফান্ড হতে কয়েক লক্ষ টাকার নগদ অর্থ প্রদান করা হয়েছে।(শনিবার ৮ই মার্চ)দুপুরে হলদিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা ও উত্তর সর্তা এলাকার গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
হযরত আব্দুল কাদের জিলানী কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ লায়ন মোহাম্মদ আলী।প্রধান অতিথি ছিলেন রাউসের সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক প্রফেসর মুহাম্মদ আলী,প্রচার সম্পাদক নাছির উদ্দীন,দপ্তর সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, আব্দুল কাদের জিলানী কল্যাণ ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল কুদ্দুস মাইজভান্ডারী।
স্কুল প্রতিনিধি মাস্টার মোঃ ফরিদ মিয়া,মাদ্রাসা প্রতিনিধি শিক্ষক মাওলানা আবদুল মন্নান,মাওলানা কুতুব উদ্দিন সহ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকগন উপস্থিত ছিলেন।তালিকা প্রণয়ন করে হলদিয়া ইউনিয়নের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান,এলাকা ভিত্তিক ২২টি মহল্লায় গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
বাখ//আর