রোনালদোর কীর্তির দিনে পয়েন্ট হারালো আল নাসর

বয়স ৪০ পেরিয়েছে এক মাস হলো, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্সে এখনো কোনো ছন্দপতন দেখা যাচ্ছে না। সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের বিপক্ষে গোল করে তিনি গড়েছেন অনন্য এক কীর্তি।
শুক্রবার (৭ মার্চ) রাতে আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ১০ জনের আল নাসর। ওই ম্যাচে রোনালদো দলের হয়ে একটি গোল করেন। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯২৬তম গোল। চমকপ্রদ ব্যাপার হলো, এই ৯২৬ গোলের অর্ধেকই করেছেন ৩০ বছর বয়স পার করার পর।
রোনালদোর পেশাদার ক্যারিয়ারের শুরু হয়েছিল ১৭ বছর বয়সে। এরপর ৩০ বছর বয়স পর্যন্ত তিনি করেছিলেন ৪৬৩ গোল। আশ্চর্যের বিষয় হলো, ৩০ পার করার পরও গত এক দশকে করেছেন ঠিক সমান সংখ্যক ৪৬৩ গোল। যেখানে বেশিরভাগ খেলোয়াড় এই বয়সে ক্যারিয়ারের ইতি টানতে থাকেন, সেখানে রোনালদো যেন দিন দিন আরও ক্ষুরধার হয়ে উঠছেন।
চলতি মৌসুমেও আল নাসরের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ২৬ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪টি গোল। তবে ব্যক্তিগত পারফরম্যান্স যতই ভালো হোক, তার দল আল নাসর খুব একটা সুখকর সময় কাটাচ্ছে না।
২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে দলটি। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের চেয়ে তারা পিছিয়ে আছে ১০ পয়েন্টে। ফলে এ মৌসুমেও সৌদি প্রো লিগের শিরোপা জয়ের স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে রোনালদোদের।
তবে ব্যক্তিগত সাফল্যের বিচারে রোনালদো এখনো অপ্রতিদ্বন্দ্বী। বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন এই পর্তুগিজ মহাতারকা।