০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

২০৩০ সালে ৬৪ দেশের বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক

২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দলকে খেলার সুযোগ দেওয়ার প্রস্তাব খতিয়ে দেখছে ফিফা। উরুগুয়ের ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ইগনাচিও আলোনসো এই প্রস্তাব দিয়েছেন। ফিফা কাউন্সিলের বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে ২০৩০ সালের বিশ্বকাপে দল বাড়ানোর প্রস্তাব নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আগ্রহ দেখিয়েছেন। ২০২৬ সালের বিশ্বকাপে ৩২ দলের বদলে ৪৮টি দল অংশ নেবে। মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র এই বিশ্বকাপের আয়োজক। দল বেড়ে যাওয়ার ফলে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হবে ১০৪টি। ফিফা প্রেসিডেন্ট বিশ্বকাপের ফর্ম্যাটে বদল এনেছেন। যদিও প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব সমালোচিত হওয়ার পর বাতিল করা হয়েছে।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে মাত্র ১৩টি দল যোগ দিয়েছিল। পরে ধাপে ধাপে দল সংখ্যা বাড়ানো হয়। ১৯৯৪ সালের বিশ্বকাপ পর্যন্ত ২৪ দলের প্রতিযোগিতা ছিল। ১৯৯৮ সাল থেকে দল সংখ্যা বাড়িয়ে করা হয় ৩২। ২০২৬ সালের বিশ্বকাপে যোগ দিচ্ছে ৪৮ দেশ। এরপর ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল যোগ দিলে ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে এক-চতুর্থাংশের বেশি দল বিশ্বকাপে যোগ দেবে। যা বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। ২০৩০ সালের বিশ্বকাপ তিনটি দেশ মিলিয়ে হওয়ার কথা। ফলে যে দেশগুলি এই বিশ্বকাপে খেলবে, তাদের ভিন্ন আবহাওয়া, পরিবেশ-পরিস্থিতিতে খেলতে হবে। ফলে ফুটবলারদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে।

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০১:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
৭৬ জন দেখেছেন

২০৩০ সালে ৬৪ দেশের বিশ্বকাপ!

আপডেট : ০১:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দলকে খেলার সুযোগ দেওয়ার প্রস্তাব খতিয়ে দেখছে ফিফা। উরুগুয়ের ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ইগনাচিও আলোনসো এই প্রস্তাব দিয়েছেন। ফিফা কাউন্সিলের বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে ২০৩০ সালের বিশ্বকাপে দল বাড়ানোর প্রস্তাব নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আগ্রহ দেখিয়েছেন। ২০২৬ সালের বিশ্বকাপে ৩২ দলের বদলে ৪৮টি দল অংশ নেবে। মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র এই বিশ্বকাপের আয়োজক। দল বেড়ে যাওয়ার ফলে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হবে ১০৪টি। ফিফা প্রেসিডেন্ট বিশ্বকাপের ফর্ম্যাটে বদল এনেছেন। যদিও প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব সমালোচিত হওয়ার পর বাতিল করা হয়েছে।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে মাত্র ১৩টি দল যোগ দিয়েছিল। পরে ধাপে ধাপে দল সংখ্যা বাড়ানো হয়। ১৯৯৪ সালের বিশ্বকাপ পর্যন্ত ২৪ দলের প্রতিযোগিতা ছিল। ১৯৯৮ সাল থেকে দল সংখ্যা বাড়িয়ে করা হয় ৩২। ২০২৬ সালের বিশ্বকাপে যোগ দিচ্ছে ৪৮ দেশ। এরপর ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল যোগ দিলে ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে এক-চতুর্থাংশের বেশি দল বিশ্বকাপে যোগ দেবে। যা বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। ২০৩০ সালের বিশ্বকাপ তিনটি দেশ মিলিয়ে হওয়ার কথা। ফলে যে দেশগুলি এই বিশ্বকাপে খেলবে, তাদের ভিন্ন আবহাওয়া, পরিবেশ-পরিস্থিতিতে খেলতে হবে। ফলে ফুটবলারদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে।