৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত

কসবা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্যাপিত হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ছামিউল ইসলাম, সহকারি কমিশনার ভূমি জনাব গোলাম সরোয়ার,কসবা থানার ওসি জনাব আবদুল কাদের, অধ্যক্ষ কসবা টি, আলি কলেজ জনাব আবুল কালাম আজাদ, কসবা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব ফরিদ উদ্দিন, সেক্রেটারি জনাব শিবলী নোমানি, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সফিকুুর রহমান, সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন, অনুষ্টানটি সঞ্চালনায় ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা।
বক্তারা নরীর প্রতি সহিংসতা, ধর্ষন, বাল্য বিবাহ রোধ, কর্ম সংস্থান, শিক্ষা ও নারীর অধিকার সম্পর্কে গুরুত্বারোপ করেন।
বাখ//এস