১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফার্মের বর্জ্যে ফসলহানি, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের ভাটপাইল এলাকার তামিম হ্যাচারী এন্টারপ্রাইজ নামের মুরগির খামারের বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষি ফসলের ক্ষতিপূরণসহ পরিবেশ রক্ষার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। রোববার (৯ মার্চ) সকাল ১১ টায় তামিম হ্যাচারী এন্টারপ্রাইজ নামক মুরগির খামারের প্রধান ফটকের সামনে এলাকাবাসী ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর আলম, কামাল পাশা, সাইদুর রহমান, ৪নং বেতদীঘি ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. আনিছুর রহমান, বর্গাচাষী মো. সাইদুল ইসলাম, ক্ষতিগ্রস্ত ফসলের জমির মালিক আবু বক্কর সিদ্দিক, আব্দুল হামিদ, মো. শাকিল, মোজাম্মেল হক, মতিয়ার রহমান, মো. শাহজাহান, মো. রফিকুল, তহির উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, তামিম হ্যাচারী এন্টারপ্রাইজ নামের মুরগির খামারটি প্রতিষ্ঠার পর থেকে মুরগির বিষ্টার দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বিষাক্ত গ্যাসের কারণে এলাকার কৃষি জমিতে বিরুপ প্রভাব পড়েছে। এতে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মকভাবে বিপর্যয় ঘটছে। বিষয়টি নিয়ে খামার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে এলাকাবাসীর সঙ্গে কোনো প্রকার কথা না বলে নিজ খেয়ালখুশি মতো ক্ষমতার দাপটে ফসলের ক্ষতিসহ পরিবেশ ধ্বংস করে চলেছেন খামার কর্তৃপক্ষ। পরিবেশ ও ফসলের ক্ষতিকারক গ্যাস নিঃসরণ বন্ধসহ ক্ষতিগ্রস্থ কৃষকের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। এ ব্যাপারে আগামীতে জেলা প্রশাসকের কাছেও স্মরকলিপি প্রদান করা হবে বলে জানান তারা।

এ ব্যাপারে তামিম হ্যাচারী এন্টারপ্রাইজ নামের মুরগির খামারের ইনচার্জ মো. মমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, ২০১৭ সালে প্রতিষ্ঠানটি শুরুর পর থেকে মানববন্ধন করার আগ পর্যন্ত কোনো ধরনের ক্ষতির কথা শোনা যায়নি।তবে প্রতিষ্ঠানের মালিককে বিষয়টি জানানো হয়েছে। তিনি এসে ক্ষতির বিষয়গুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

বাখ//আর

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৪:৫৮:২৩ অপরাহ্ন, রোববার, ৯ মার্চ ২০২৫
৭৯ জন দেখেছেন

ফার্মের বর্জ্যে ফসলহানি, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট : ০৪:৫৮:২৩ অপরাহ্ন, রোববার, ৯ মার্চ ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের ভাটপাইল এলাকার তামিম হ্যাচারী এন্টারপ্রাইজ নামের মুরগির খামারের বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষি ফসলের ক্ষতিপূরণসহ পরিবেশ রক্ষার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। রোববার (৯ মার্চ) সকাল ১১ টায় তামিম হ্যাচারী এন্টারপ্রাইজ নামক মুরগির খামারের প্রধান ফটকের সামনে এলাকাবাসী ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর আলম, কামাল পাশা, সাইদুর রহমান, ৪নং বেতদীঘি ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. আনিছুর রহমান, বর্গাচাষী মো. সাইদুল ইসলাম, ক্ষতিগ্রস্ত ফসলের জমির মালিক আবু বক্কর সিদ্দিক, আব্দুল হামিদ, মো. শাকিল, মোজাম্মেল হক, মতিয়ার রহমান, মো. শাহজাহান, মো. রফিকুল, তহির উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, তামিম হ্যাচারী এন্টারপ্রাইজ নামের মুরগির খামারটি প্রতিষ্ঠার পর থেকে মুরগির বিষ্টার দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বিষাক্ত গ্যাসের কারণে এলাকার কৃষি জমিতে বিরুপ প্রভাব পড়েছে। এতে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মকভাবে বিপর্যয় ঘটছে। বিষয়টি নিয়ে খামার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে এলাকাবাসীর সঙ্গে কোনো প্রকার কথা না বলে নিজ খেয়ালখুশি মতো ক্ষমতার দাপটে ফসলের ক্ষতিসহ পরিবেশ ধ্বংস করে চলেছেন খামার কর্তৃপক্ষ। পরিবেশ ও ফসলের ক্ষতিকারক গ্যাস নিঃসরণ বন্ধসহ ক্ষতিগ্রস্থ কৃষকের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। এ ব্যাপারে আগামীতে জেলা প্রশাসকের কাছেও স্মরকলিপি প্রদান করা হবে বলে জানান তারা।

এ ব্যাপারে তামিম হ্যাচারী এন্টারপ্রাইজ নামের মুরগির খামারের ইনচার্জ মো. মমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, ২০১৭ সালে প্রতিষ্ঠানটি শুরুর পর থেকে মানববন্ধন করার আগ পর্যন্ত কোনো ধরনের ক্ষতির কথা শোনা যায়নি।তবে প্রতিষ্ঠানের মালিককে বিষয়টি জানানো হয়েছে। তিনি এসে ক্ষতির বিষয়গুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

বাখ//আর