০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বদলগাছীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বদলগাছী উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ বিকাল ৪ টায় উপজেলা কমিউনিটি সেন্টার মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা শুরু হয়।
কমিউনিটি সেন্টারে এই আলোচনা ও ইফতার মাহফিল শুরু হয়। বদলগাছী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও আগামী জাতীয় সংসদের জামায়াতে ইসলামী মনোনীত ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের প্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলাম ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল ঢাকার সুপারিন্টেনডেন্ট ডাঃ মো. হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার কর্মপরিষদ সদস্য আ. ন. ম. লুৎফর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলার সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলার সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা আমির মাওলানা ইয়াসিন আলী।
পরে সারা বিশ্বের মুসলিম জনগোষ্ঠী এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বাখ//এস