মারা গেলেন চিকিৎসক, স্থগিত হলো বার্সেলোনার ম্যাচ

ম্যাচ শুরু হতে সবে ২০ মিনিট বাকি। এর আগেই দুদল একাদশ ঘোষণা করেছে। স্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে ততক্ষণে হাজির হয়েছেন অধিকাংশ দর্শক। কিন্তু এমন সময় স্টেডিয়ামের স্পিকারে জানিয়ে দেওয়া হলো, বার্সেলোনা-ওসাসুনা ম্যাচ স্থগিত।
পরে বড় পর্দায় একটি বিবৃতিতে ম্যাচ স্থগিতের কারণ জানিয়ে দেওয়া হয়। মূলত বার্সেলোনার প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা গেছেন। সে কারণেই ম্যাচটি স্থগিতি করা হয়েছে।
৫৩ বছর বয়সী সদ্য প্রয়াত এ চিকিৎসক ২০১৭ সালে কাতালান ক্লাবটির সঙ্গে যুক্ত হন এবং ক্লাবের ফুতসাল দলের দেখভালের দায়িত্ব পালন করেন। গত বছরের গ্রীষ্মে ফুটবলের মূল দলের সঙ্গে যুক্ত হন তিনি।
কার্লেসের মৃত্যুর খবরটি নিশ্চিত করে এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘বার্সেলোনা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, মূল দলের চিকিৎসক কার্লেস মিনেরো গার্সিয়া আজ সন্ধ্যায় মারা গেছেন। এ কারণে বার্সেলোনা-ওসাসুনা ম্যাচটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ ম্যাচটি আয়োজন করা হবে। এই কঠিন সময়ে তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি বার্সেলোনার পরিচালনা পর্ষদ ও ক্লাবের স্টাফরা গভীর সমবেদনা জানাচ্ছে।’
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, ওসাসুনার বিপক্ষে ম্যাচ খেলার জন্য অলিম্পিক স্টেডিয়ামে পৌঁছানোর পর চিকিৎসক গার্সিয়ার মৃত্যুর বিষয়টি জানতে পারেন বার্সার খেলোয়াড়রা। পরের দলের সবাই মিলে সিদ্ধান্ত নেন, এ পরিস্থিতিতে সবচেয়ে ভালো হবে ম্যাচটি স্থগিতের আবেদন করা। পরে বার্সা খেলোয়াড়দের আবেদন মেনে নেয় লা লিগা কর্তৃপক্ষ।
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বলেছেন, ‘আমরা শোকাহত। কার্লেসকে সবাই পছন্দ করত। আপনারা যেমনটা ভাবছেন, আমরা সবাই গভীর মর্মাহত।’
কার্লেস সম্পর্কে লাপোর্তা আরও বলেছেন, ‘তিনি এমন একজন ছিলেন, যে সবসময় দলের সঙ্গে থাকত খেলোয়াড় ও স্টাফদের দেখভাল করতে। তিনি কখনো কাউকে না বলতেন না। তিনি একইসঙ্গে দারুণ পেশাদার ও দুর্দান্ত চিকিৎসক।’
বার্সা প্রেসিডেন্ট যোগ করেছেন, আমরা এই কঠিন সময়ে তাঁদের (কার্লেসের পরিবারের) প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। পরিস্থিতি বোঝার জন্য আমাদের সমর্থক ও ফুটবল বিশ্বের কাছে অনুরোধ করছি। কার্লেস ও তাঁর পরিবারের প্রতি সম্মান জানিয়েছে, খেলোয়াড়, স্টাফ ও আমরা মনে করছি, ম্যাচটি স্থগিত করাই সবচেয়ে ভালো হবে এবং পরিস্থিতি অনুযায়ী আমরা সে সিদ্ধান্তই নিয়েছি।’
এরপর লা লিগা কর্তৃপক্ষ ও ওসাসুনাকে ধন্যবাদ জানিয়ে লাপোর্তা বলেছেন, ‘আমরা লা লিগা প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বিষয়টি বুঝতে পেরেছিলেন। ওসাসুনাও অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল। তাঁদের (ওসাসুনার) প্রেসিডেন্ট, পরিচালক ও কোচ- সবাই বিষয়টি মেনে নিয়েছে।’
স্থগিত ম্যাচটি পরে কবে অনুষ্ঠিত হবে, সেটা এখনো নিশ্চিত করা হয়নি। বর্তমানে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে বার্সা। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬। তৃতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪ (২৬ ম্যাচে)। অন্যদিকে সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে ওসাসুনা।