০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সরকার বদল হলে ঢাকা-দিল্লি সম্পর্কের পরিবর্তন হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে সঙ্গে চলমান তিক্ত সম্পর্কের বিষয়ে মুখ খুললেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বাংলাদেশে সরকার পরিবর্তন হলে এই সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য তার।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন- বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে।

পার্শ্ববর্তী দুই দেশ পাকিস্তান ও চীনের সম্পর্কে তার মন্তব্য, উভয় দেশের মধ্যে উচ্চ মাত্রার যোগসাজশ রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে। চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে সেনাপ্রধান দ্বিবেদী বলেন— (দেশ দুটির মধ্যে) উচ্চ মাত্রার যোগসাজশ রয়েছে। চীন ও পাকিস্তানের মধ্যে নৈকট্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এর অর্থ কী, আমার মতে দুটি ফ্রন্টের হুমকি এখন আমাদের কাছে বাস্তবতা।”

এদিন বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে বিস্তৃত প্রশ্নের জবাব দেন দ্বিবেদী। তিনি বলেন, এখন আপনি যে দ্বিতীয় জিনিসটি তুলে ধরেছেন তা হলো— সহযোগিতা বা আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক।

দ্বিবেদী বলেন, বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া ‘অনেক তাড়াতাড়ি’ বলে হতে পারে। যেখানে (বাংলাদেশে) সরকার পরিবর্তনের ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে।

এসময় তিনি আরও বলেন, ‘আমার মতে, আমি খুব স্পষ্ট করেই বলব, (বাংলাদেশ ও ভারতের) বর্তমান সামরিক-সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী। এবং আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি, যাতে যেকোনও ধরনের দ্বিধা-দ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়।’

শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট : ০৩:১৪:৫২ অপরাহ্ন, রোববার, ৯ মার্চ ২০২৫
৯৩ জন দেখেছেন

সরকার বদল হলে ঢাকা-দিল্লি সম্পর্কের পরিবর্তন হতে পারে

আপডেট : ০৩:১৪:৫২ অপরাহ্ন, রোববার, ৯ মার্চ ২০২৫

বাংলাদেশে সঙ্গে চলমান তিক্ত সম্পর্কের বিষয়ে মুখ খুললেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বাংলাদেশে সরকার পরিবর্তন হলে এই সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য তার।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন- বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে।

পার্শ্ববর্তী দুই দেশ পাকিস্তান ও চীনের সম্পর্কে তার মন্তব্য, উভয় দেশের মধ্যে উচ্চ মাত্রার যোগসাজশ রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে। চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে সেনাপ্রধান দ্বিবেদী বলেন— (দেশ দুটির মধ্যে) উচ্চ মাত্রার যোগসাজশ রয়েছে। চীন ও পাকিস্তানের মধ্যে নৈকট্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এর অর্থ কী, আমার মতে দুটি ফ্রন্টের হুমকি এখন আমাদের কাছে বাস্তবতা।”

এদিন বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে বিস্তৃত প্রশ্নের জবাব দেন দ্বিবেদী। তিনি বলেন, এখন আপনি যে দ্বিতীয় জিনিসটি তুলে ধরেছেন তা হলো— সহযোগিতা বা আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক।

দ্বিবেদী বলেন, বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া ‘অনেক তাড়াতাড়ি’ বলে হতে পারে। যেখানে (বাংলাদেশে) সরকার পরিবর্তনের ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে।

এসময় তিনি আরও বলেন, ‘আমার মতে, আমি খুব স্পষ্ট করেই বলব, (বাংলাদেশ ও ভারতের) বর্তমান সামরিক-সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী। এবং আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি, যাতে যেকোনও ধরনের দ্বিধা-দ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়।’