গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে ইসরায়েল। ইসরায়েলের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এই পদক্ষেপকে ‘সস্তা ও অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল’ বলে অভিযোগ এনেছে গোষ্ঠীটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আজ সোমবার থেকে গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। এর আগে গতকাল রোববার বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইলি কোহেন এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান।
ইসরায়েলের অবরোধের কারণে গাজায় রমজানে সাধারণ রান্নাবান্না নিয়ে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। খান ইউনিসের বাসিন্দা সামাহ সাহলুল বলেন, ‘আমাদের রান্না করার জন্য আগে বিদ্যুৎ ছিল, কিন্তু এখন নেই। আবার চুলায় রান্না করার জন্য কাঠও নেই। আমাদের কথা বাদ দিলাম, বাচ্চাদের কীভাবে খাওয়াবো? সত্যি বলতে, এটা কোনো জীবন না।’
সাহলা শরাব নামের গাজার আরেক নারী মুসলিম বিশ্বের কাছে সাহায্যের আবেদন করেছেন। তিনি বলেন, ‘সীমান্ত খুলে দিন, আমাদের সাহায্য করুন। আমাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাঁবুতে বাস করছি। আমি মুসলিম বিশ্বের প্রতি ফিলিস্তিনের জনগণকে সাহায্য করার আহ্বান জানাচ্ছি।’
এদিকে আজ দোহায় মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি পরবর্তী চুক্তি নিয়ে আলোচনা করবেন। আর যুদ্ধবিরতি আলোচনা সামনে রেখেই গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল ইসরায়েল।
অপরদিকে চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও রোববার গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা ৪৮ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ১২ হাজার প্রায়।
সম্পাদক ও প্রকাশক
মানিক কুমার সরকার
banglakhaborbd.com